ঢাকা , শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কবিতাঃ আজও কাঁদি

কবিতাঃ আজও কাঁদি

কবি- আলাউদ্দিন জালাল

এই খানে আমার বাবার কবর,
আজি ঘুমিয়ে আছে ৩৩ বছর।
চোখের জল গড়িয়ে পড়ে সারাটি বছর,
দিন রাত সব সময়, বাবা আমায় যেন ডাকে –
মসজিদে আযান যখন মুয়াজ্জিনের কন্ঠে।
আযান তুমি দেওনা বাবা কত বছর ধরে,
কোরআন তুমি পড়ছো কি আজি আমতলা শুয়ে?
ঘুমিয়ে তুমি কেমনে আছো আমায় একা রেখে,
৩৩ বছর বদন খানি ভিজিয়েছি দু” নয়নের জলে।
তুমি বাবা কেমনে থাকো আমায় একা ফেলে?
পারি না আর বাবা তুমায় একা রেখে ঘুমাতে।
তুমি কি পারোনা বাবা একবার বলতে-
খোকা আই আমার বুকে!
বাড়ির পিছনে তাকিয়ে যদি একবার তোমায় দেখি,
গড়িয়ে পড়ে বদন জলে, অবুঝ দুটি আখি।
বাঁশ ঝাড়ের ওই এক কোনাতে, মাকে যখন রাখি;
এতিম হয়ে ফিরে এলাম অবুঝ দুটি পাখি।
চেয়ে থেকে চুপটি মেরে কিযে তুমি বলো,
আজও আছি তোমার পানে তুমি যদি ডাকো!


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কবিতাঃ আজও কাঁদি

আপডেট টাইম : ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি :

কবিতাঃ আজও কাঁদি

কবি- আলাউদ্দিন জালাল

এই খানে আমার বাবার কবর,
আজি ঘুমিয়ে আছে ৩৩ বছর।
চোখের জল গড়িয়ে পড়ে সারাটি বছর,
দিন রাত সব সময়, বাবা আমায় যেন ডাকে –
মসজিদে আযান যখন মুয়াজ্জিনের কন্ঠে।
আযান তুমি দেওনা বাবা কত বছর ধরে,
কোরআন তুমি পড়ছো কি আজি আমতলা শুয়ে?
ঘুমিয়ে তুমি কেমনে আছো আমায় একা রেখে,
৩৩ বছর বদন খানি ভিজিয়েছি দু” নয়নের জলে।
তুমি বাবা কেমনে থাকো আমায় একা ফেলে?
পারি না আর বাবা তুমায় একা রেখে ঘুমাতে।
তুমি কি পারোনা বাবা একবার বলতে-
খোকা আই আমার বুকে!
বাড়ির পিছনে তাকিয়ে যদি একবার তোমায় দেখি,
গড়িয়ে পড়ে বদন জলে, অবুঝ দুটি আখি।
বাঁশ ঝাড়ের ওই এক কোনাতে, মাকে যখন রাখি;
এতিম হয়ে ফিরে এলাম অবুঝ দুটি পাখি।
চেয়ে থেকে চুপটি মেরে কিযে তুমি বলো,
আজও আছি তোমার পানে তুমি যদি ডাকো!


প্রিন্ট