ঢাকা , রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফুঁসে উঠেই নিভে গেল ভারত-পাকিস্তান যুদ্ধ Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ Logo লুঙ্গি গেঞ্জি মাস্ক পরে যান বিমানবন্দরে Logo ভারত থেকে অবৈধভাবে ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০ বাংলাদেশী আটক Logo গোমস্তাপুরে বিদ্যুতের পোল থেকে পড়ে এক ওয়েল্ডিং মিস্ত্রি মৃত্যু Logo নলছিটিতে “অপারেশন ডেভিল হান্ট”ঃ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিসহ গ্রেফতার ২ নেতা Logo বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী Logo নাগরপুরে গৃহবধূর অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা, চারজনের বিরুদ্ধে অভিযোগ Logo লালপুরে সহকর্মীর অন্তরঙ্গ ভিডিও ফাঁসের অভিযোগে সিডিএ আটক Logo আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গোয়ালন্দে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি

ফুঁসে উঠেই নিভে গেল ভারত-পাকিস্তান যুদ্ধ

ঐতিহাসিক বিজয় অর্জন করেছে পাকিস্তান -শাহবাজ শরিফ

-পাকিস্তানের হামলায় ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষতিগ্রস্ত যানবাহন এবং বাড়িঘর। ছবি: বিবিসি

ফুঁসে উঠেই নিভে গেল ভারত-পাকিস্তান যুদ্ধের আগুন। টানা কয়েক দিনের হামলা-পালটাহামলার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। শনিবার বিকালে নিজের সোশ্যাল মিডিয়ায় এ খবর দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই দুই দেশের পক্ষ থেকেও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জাতির উদ্দেশে ভাষণে ভারতের ‘অপারেশন সিঁদুর’র বিরুদ্ধে পাকিস্তানের ‘বুনায়ানুন মারসুস’কে ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। -খবর বিবিসি, জিও নিউজ, হিন্দুস্তান টাইমস, আলজাজিরার।

.

এদিন বিকালেই নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর আলোচনার পর আমি আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি, অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য ভারত ও পাকিস্তান উভয়েই সম্মত হয়েছে। দুদেশের এ সিদ্ধান্তের জন্য অভিনন্দন জানিয়ে ট্রাম্প বলেন, সাধারণ জ্ঞান ও বিচক্ষণতা ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য দুদেশকে অভিনন্দন। চলমান সংকটের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ভারত ও পাকিস্তান ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে এবং একটি নিরপেক্ষ স্থানে বিস্তারিত আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। এক এক্স পোস্টে তিনি আরও লিখেছেন, ‘ভান্স (মার্কিন ভাইস প্রেসিডেন্ট) এবং আমি গত ৪৮ ঘণ্টা ধরে প্রধানমন্ত্রী নরেন্দ মোদি এবং শাহবাজ শরিফ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাক সেনাপ্রধান আসিম মুনির এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং আসিম মালিক (আইএসআই প্রধান)-সহ ঊর্ধ্বতন ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। এরই পরিণতিতে যুদ্ধবিরতি হয়েছে।’ তিনি লিখেছেন, ‘শান্তি প্রতিষ্ঠার পথ বেছে নেওয়ায় আমরা (ভারতের) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং (পাকিস্তানের) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রজ্ঞা, বিচক্ষণতা এবং রাষ্ট্রনায়কত্বের প্রশংসা করি।’

.

প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পরপর পাকিস্তান ও ভারতের পক্ষ থেকে এই যুদ্ধবিরতি কার্যকরের তথ্য নিশ্চিত করা হয়েছে। যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার একটি টুইট বার্তায় বলেছেন, পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি লিখেছেন, ‘পাকিস্তান সবসময় এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য সংগ্রাম করেছে। তবে এক্ষেত্রে আমরা আমাদের সার্বভৌমত্ব ও অখণ্ডতা নিয়ে কখনো আপস করিনি।’ এছাড়া বেসরকারি টিভি চ্যানেল জিও নিউজকে ইসহাক দার বলেন, ‘যুদ্ধ কোনো কিছুর জন্যই সমাধান নয়। আজ বিকাল সাড়ে ৪টা থেকে (পাকিস্তানের স্থানীয় সময়) য্দ্ধুবিরতি কার্যকর হয়েছে।’

.

অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স (ডিজিএম) ভারতীয় সময় ৩টা ৩৫ মিনিটে ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্সকে ফোন করেছিলেন। তাদের দু’জনের আলোচনায় ভারতীয় সময় শনিবার স্থানীয় সময় বিকাল ৫টা থেকে উভয়পক্ষই সব ধরনের গুলি, গোলাবর্ষণ এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে বলে সিদ্ধান্ত হয়েছে।’ এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করার জন্য দুই দেশের কর্তৃপক্ষ নিজ নিজ বাহিনীকে নির্দেশ দিয়েছে। এছাড়া এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য দুই ডিজিএম আগামী ১২ মে (সোমবার) দুপুর ১২টার দিকে টেলিফোনে কথা বলবেন।

.

গত ৭ মে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় মিসাইল হামলা চালায় ভারত। এর সঙ্গে সঙ্গে পাকিস্তানের বিমানবাহিনী ভারতের বিমান লক্ষ্য করে হামলা চালায়। ওইদিন ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করতে সমর্থ হয় তারা। এরপর দুই দেশের সীমান্তে গোলাবর্ষণ চলতে থাকে। সঙ্গে চলে ড্রোন হামলাও। শুক্রবার মধ্যরাতে ভারত হঠাৎ করে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে হামলা চালায়। এরপর পাকিস্তান শনিবার সকালে ভারতের বিভিন্ন ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। এতে হাইপারসনিক মিসাইল ব্যবহার করে ইসলামাবাদ।

.

জাতির উদ্দেশে ভাষণ : যুদ্ধবিরতি ঘোষণা ৬ ঘণ্টা পর (স্থানীয় সময় রাত ১১.৫ মিনিটি) জাতির উদ্দেশে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বক্তব্যে পাকিস্তান একটি ‘ঐতিহাসিক বিজয় অর্জন করেছে’ মন্তব্য করেই এর নেপথ্য নায়কদের ভূয়সী প্রশংসা করেন। সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনিরকে তার অনুকরণীয় নেতৃত্বের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি নৌবাহিনী, বিমানবাহিনীর প্রধানসহ সশস্ত্র বাহিনীর প্রত্যেককেই তাদের বিরল বীরত্বের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। বলেন, আমাদের অভিযান ছিল ঘৃণা, আগ্রাসন এবং ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে। এটি আমাদের নীতি এবং শ্রদ্ধার জয়। এটি কেবল সশস্ত্র বাহিনীর জন্য নয়, সমগ্র জাতির জন্য একটি বিজয়। সামরিক বাহিনীর উদ্দেশে বলেন, আমাদের সশস্ত্র বাহিনী শত্রুর বন্দুকগুলিকে এমনভাবে নীরব করে দিয়েছে যা ইতিহাস মনে রাখবে।’ ভাষণে বিশেষভাবে উল্লেখ করেন তার ‘খুব প্রিয়, অত্যন্ত বিশ্বস্ত এবং অত্যন্ত প্রিয় বন্ধু চীনকে।’ বলেন, ‘আমি তাদের কথা উল্লেখ করতে বাধ্য। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের ধন্যবাদ জানাতে চাই।’ চীনা জনসাধারণকেও ধন্যবাদ জানান, ‘যারা সর্বদা … পাকিস্তানের প্রয়োজনের সময় পাশে ছিলেন।’

.

যুদ্ধবিরতি ভেঙে হামলা চালিয়েছে পাকিস্তান : যুদ্ধবিরতি ভেঙে ফের ভারতে হামলা চালিয়েছে পাকিস্তান। শনিবার স্থানীয় সময় রাত ৯টার পর ভারতীয় এ খবর চাউর হয় ভারতীয় গণমাধ্যমে। বলা হয়, পাঞ্জাব সীমান্ত এবং জম্মু-কাশ্মীরের বেশ কয়েকটি এলাকায় ড্রোন ও গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। জম্মুর আখনুর, রাজৌরি এবং আরএস পুরা সেক্টরেই মূলত গোলাবর্ষণ চলছে। উদ্ভূত পরিস্থিতিতে জম্মু, উধমপুরসহ কেন্দ শাসিত অঞ্চলের বেশ কিছু শহরে ব্ল্যাকআউট করা হয়। শুধু কাশ্মীর উপত্যকাতেই নয়, পাকিস্তান সীমান্তবর্তী অন্য রাজ্যগুলোতেও সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়। রাজস্থানের বারমেঢ, জয়সালমার এবং পাঞ্জাবের ফিরোজপুর, পাঠানকোট, মোগায় ব্ল্যাকআউট করে দেওয়া হয়।

.

এর প্রায় ঘণ্টা দুয়েক পর বিবৃতি দেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বলেন, আমরা আশা করছি পাকিস্তান এই পরিস্থিতিকে সঠিকভাবে অনুধাবন করবে এবং এই অস্ত্রবিরতি লঙ্ঘন বন্ধ করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সেনা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে দিল্লি। কোনো ধরনের (অস্ত্রবিরতি) লঙ্ঘন প্রতিহত করতে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।

 


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

ফুঁসে উঠেই নিভে গেল ভারত-পাকিস্তান যুদ্ধ

error: Content is protected !!

ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি

ফুঁসে উঠেই নিভে গেল ভারত-পাকিস্তান যুদ্ধ

আপডেট টাইম : ৮ ঘন্টা আগে
আই ডেস্ক :

ফুঁসে উঠেই নিভে গেল ভারত-পাকিস্তান যুদ্ধের আগুন। টানা কয়েক দিনের হামলা-পালটাহামলার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। শনিবার বিকালে নিজের সোশ্যাল মিডিয়ায় এ খবর দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই দুই দেশের পক্ষ থেকেও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জাতির উদ্দেশে ভাষণে ভারতের ‘অপারেশন সিঁদুর’র বিরুদ্ধে পাকিস্তানের ‘বুনায়ানুন মারসুস’কে ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। -খবর বিবিসি, জিও নিউজ, হিন্দুস্তান টাইমস, আলজাজিরার।

.

এদিন বিকালেই নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর আলোচনার পর আমি আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি, অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য ভারত ও পাকিস্তান উভয়েই সম্মত হয়েছে। দুদেশের এ সিদ্ধান্তের জন্য অভিনন্দন জানিয়ে ট্রাম্প বলেন, সাধারণ জ্ঞান ও বিচক্ষণতা ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য দুদেশকে অভিনন্দন। চলমান সংকটের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ভারত ও পাকিস্তান ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে এবং একটি নিরপেক্ষ স্থানে বিস্তারিত আলোচনা শুরু করতে সম্মত হয়েছে। এক এক্স পোস্টে তিনি আরও লিখেছেন, ‘ভান্স (মার্কিন ভাইস প্রেসিডেন্ট) এবং আমি গত ৪৮ ঘণ্টা ধরে প্রধানমন্ত্রী নরেন্দ মোদি এবং শাহবাজ শরিফ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাক সেনাপ্রধান আসিম মুনির এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং আসিম মালিক (আইএসআই প্রধান)-সহ ঊর্ধ্বতন ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। এরই পরিণতিতে যুদ্ধবিরতি হয়েছে।’ তিনি লিখেছেন, ‘শান্তি প্রতিষ্ঠার পথ বেছে নেওয়ায় আমরা (ভারতের) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং (পাকিস্তানের) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রজ্ঞা, বিচক্ষণতা এবং রাষ্ট্রনায়কত্বের প্রশংসা করি।’

.

প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পরপর পাকিস্তান ও ভারতের পক্ষ থেকে এই যুদ্ধবিরতি কার্যকরের তথ্য নিশ্চিত করা হয়েছে। যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার একটি টুইট বার্তায় বলেছেন, পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি লিখেছেন, ‘পাকিস্তান সবসময় এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য সংগ্রাম করেছে। তবে এক্ষেত্রে আমরা আমাদের সার্বভৌমত্ব ও অখণ্ডতা নিয়ে কখনো আপস করিনি।’ এছাড়া বেসরকারি টিভি চ্যানেল জিও নিউজকে ইসহাক দার বলেন, ‘যুদ্ধ কোনো কিছুর জন্যই সমাধান নয়। আজ বিকাল সাড়ে ৪টা থেকে (পাকিস্তানের স্থানীয় সময়) য্দ্ধুবিরতি কার্যকর হয়েছে।’

.

অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স (ডিজিএম) ভারতীয় সময় ৩টা ৩৫ মিনিটে ভারতের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্সকে ফোন করেছিলেন। তাদের দু’জনের আলোচনায় ভারতীয় সময় শনিবার স্থানীয় সময় বিকাল ৫টা থেকে উভয়পক্ষই সব ধরনের গুলি, গোলাবর্ষণ এবং স্থল, আকাশ ও জলপথে সামরিক কর্মকাণ্ড বন্ধ করবে বলে সিদ্ধান্ত হয়েছে।’ এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করার জন্য দুই দেশের কর্তৃপক্ষ নিজ নিজ বাহিনীকে নির্দেশ দিয়েছে। এছাড়া এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য দুই ডিজিএম আগামী ১২ মে (সোমবার) দুপুর ১২টার দিকে টেলিফোনে কথা বলবেন।

.

গত ৭ মে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় মিসাইল হামলা চালায় ভারত। এর সঙ্গে সঙ্গে পাকিস্তানের বিমানবাহিনী ভারতের বিমান লক্ষ্য করে হামলা চালায়। ওইদিন ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করতে সমর্থ হয় তারা। এরপর দুই দেশের সীমান্তে গোলাবর্ষণ চলতে থাকে। সঙ্গে চলে ড্রোন হামলাও। শুক্রবার মধ্যরাতে ভারত হঠাৎ করে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে হামলা চালায়। এরপর পাকিস্তান শনিবার সকালে ভারতের বিভিন্ন ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। এতে হাইপারসনিক মিসাইল ব্যবহার করে ইসলামাবাদ।

.

জাতির উদ্দেশে ভাষণ : যুদ্ধবিরতি ঘোষণা ৬ ঘণ্টা পর (স্থানীয় সময় রাত ১১.৫ মিনিটি) জাতির উদ্দেশে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বক্তব্যে পাকিস্তান একটি ‘ঐতিহাসিক বিজয় অর্জন করেছে’ মন্তব্য করেই এর নেপথ্য নায়কদের ভূয়সী প্রশংসা করেন। সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনিরকে তার অনুকরণীয় নেতৃত্বের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি নৌবাহিনী, বিমানবাহিনীর প্রধানসহ সশস্ত্র বাহিনীর প্রত্যেককেই তাদের বিরল বীরত্বের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। বলেন, আমাদের অভিযান ছিল ঘৃণা, আগ্রাসন এবং ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে। এটি আমাদের নীতি এবং শ্রদ্ধার জয়। এটি কেবল সশস্ত্র বাহিনীর জন্য নয়, সমগ্র জাতির জন্য একটি বিজয়। সামরিক বাহিনীর উদ্দেশে বলেন, আমাদের সশস্ত্র বাহিনী শত্রুর বন্দুকগুলিকে এমনভাবে নীরব করে দিয়েছে যা ইতিহাস মনে রাখবে।’ ভাষণে বিশেষভাবে উল্লেখ করেন তার ‘খুব প্রিয়, অত্যন্ত বিশ্বস্ত এবং অত্যন্ত প্রিয় বন্ধু চীনকে।’ বলেন, ‘আমি তাদের কথা উল্লেখ করতে বাধ্য। আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদের ধন্যবাদ জানাতে চাই।’ চীনা জনসাধারণকেও ধন্যবাদ জানান, ‘যারা সর্বদা … পাকিস্তানের প্রয়োজনের সময় পাশে ছিলেন।’

.

যুদ্ধবিরতি ভেঙে হামলা চালিয়েছে পাকিস্তান : যুদ্ধবিরতি ভেঙে ফের ভারতে হামলা চালিয়েছে পাকিস্তান। শনিবার স্থানীয় সময় রাত ৯টার পর ভারতীয় এ খবর চাউর হয় ভারতীয় গণমাধ্যমে। বলা হয়, পাঞ্জাব সীমান্ত এবং জম্মু-কাশ্মীরের বেশ কয়েকটি এলাকায় ড্রোন ও গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। জম্মুর আখনুর, রাজৌরি এবং আরএস পুরা সেক্টরেই মূলত গোলাবর্ষণ চলছে। উদ্ভূত পরিস্থিতিতে জম্মু, উধমপুরসহ কেন্দ শাসিত অঞ্চলের বেশ কিছু শহরে ব্ল্যাকআউট করা হয়। শুধু কাশ্মীর উপত্যকাতেই নয়, পাকিস্তান সীমান্তবর্তী অন্য রাজ্যগুলোতেও সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়। রাজস্থানের বারমেঢ, জয়সালমার এবং পাঞ্জাবের ফিরোজপুর, পাঠানকোট, মোগায় ব্ল্যাকআউট করে দেওয়া হয়।

.

এর প্রায় ঘণ্টা দুয়েক পর বিবৃতি দেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বলেন, আমরা আশা করছি পাকিস্তান এই পরিস্থিতিকে সঠিকভাবে অনুধাবন করবে এবং এই অস্ত্রবিরতি লঙ্ঘন বন্ধ করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সেনা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে দিল্লি। কোনো ধরনের (অস্ত্রবিরতি) লঙ্ঘন প্রতিহত করতে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।

 


প্রিন্ট