ফাতিমা পারভীন
বৈশাখের এতো রুপ কে জানতো আগে?
কৃষকের মুখে হাসি উৎসবের খুশি জাগে।
বৈশাখ মাসে বাঙালি জাতি নতুন রুপে সাজে
চারদিকে আনন্দের জোয়ার ঢাকঢোল বাঁশি বাজে।
মাঠেরা সাজে সোনালি ধানে
গাছেরা পাঁকা ফলে
কলসি কাঁখে গাঁয়ের বধূ
নামছে ঘাটের জলে।
কৃষ্ণচূড়া সেজেছে যখন টুকটুকে লাল ফুলে।
শিশু কিশোর বন- বাঁদাড়ে
ঘুরছে ফলের পিছু
আম, জাম, লিচু, কাঁঠাল,
তাল, তরমুজ, আতা ফল, জামরুল সফেদা আরো অনেক কিছু!
মেলা দেখতে কিশোরীরা
পরে রঙিন শাড়ি
কিনছে কতো হাতি ঘোড়া
মাটির পুতুল হাড়ি।
কালো মেঘেরা মাঝে মাঝে
দিয়ে যায় উঁকি।
কৃষকের ধান কাটা হয় যে চরম ঝুঁকি।
কালবৈশাখীর ভয়ে কৃষাণীর নেইকো চোখে ঘুম
নাওয়া খাওয়া বাদ দিয়ে ফসল তোলার ধুম!
প্রিন্ট