জন্মগত ভাবেই অধ:মুত্ররন্ধ্রতায় (হাইপোস্পেডিয়াস) আক্রান্ত শিশু ওমর ফারুক। আর ১০জনের মতো স্বাভাবিকভাবে প্রস্রাব করতে পারেনা এই শিশু। মুত্রনালির সহজাত অপগঠনের ফলে মুত্ররন্ধ্র শিশ্নের মাথায় না থেকে শিশ্নের নিচের দিকে থাকায় অস্বাভাবিক জীবন যাপন করছে শিশু ওমর ফারুক। অধ:মুত্ররন্ধ্রতা দুর করতে প্রয়োজন একটি অপারেশন।
আর এতে ব্যয় হবে প্রায় দুই লক্ষ টাকা। কিন্তু দরিদ্র হোটেল শ্রমিক পিতা টাকা যোগার করতে না পারায় অপারেশনও করতে পারছেননা। ফলে অস্বাভাবিক জীবন যাপন করছে এই শিশু। শিশু ওমর ফারুক নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জয়সারা গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
আমিনুল ইসলাম জানান, জন্মের পর পরই অধ:মুত্ররন্ধ্রতা নজরে আসে। পুরুষাঙ্গের মাথা পুরোটা লেপটে থাকায় শিশ্নের নিচে খুব চিকন একটি ফুটো দিয়ে খুব অল্প পরিমান করে প্রস্রাব বের হয়।
তিনি জানান,রাজশাহী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছেন। কিন্তু অপারেশন ছাড়া চিকি’সায় ভাল হওয়ার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন ডাক্তাররা। তিনি বলেন, দেখতে দেখতে শিশুর বয়স প্রায় ১১ বছর হয়ে গেল। বর্তমানে ৫ম শ্রেনীতে পড়া-লেখা করছে। কিন্তু এই দীর্ঘ সময় পার হলেও শিশুকে অপারেশন করার যে টাকা লাগবে তা যোগার করতে পারেননি।
আমিনুল জানান, তিনি একজন অতিদ্ররিদ্র হোটেল শ্রমিক। মাথা গোঁজার ঠাই ছাড়া নিজস্ব কোন জায়গা জমি নেই। হোটেলে কাজ করে যে টাকা পান তা দিয়ে কোন রকমে জীবন যাপন করেন। কিন্তু কোনভাবেই অপারেশনের টাকা যোগার করতে পারছেননা। শিশুকে অপারেশন করাতে না পেরে পরিবারের সবাই অস্বস্তিতে রয়েছেন।
- আরও পড়ুনঃ সদরপুরে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত
তাই শিশুকে অপারেশনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরাতে সমাজের দানশীল ধনবান ও হৃদয়বান ব্যক্তিদের নিকট আর্থিক সহায়তা কামনা করেছেন।
সাহায্য পাঠানোর ব্যাংক হিসাব নাম্বার:-২০৫০৭৭৭০২১৬৩০৭৯১৬,
প্রিন্ট