ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তানোর বিএনপির নেতৃত্বে হযরতকে দেখতে চাই তৃণমুল Logo মোহনপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা Logo ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত Logo রূপগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ Logo আজ খোকসা হানাদার মুক্ত দিবসঃ পালিত হবে যথাযজ্ঞ মর্যাদা Logo দৌলতপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত Logo মধুখালীতে নবাগত ইউএনও’র যোগদান Logo বহুলীতে দুর্যোগ ব্যবস্থাপনা বন্যা পূর্ব ও পরবর্তী সময়ে করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Logo শালিখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত Logo প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৬ দিনব্যাপী বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণ সম্পন্ন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

মাত্র দুই লাখ টাকা হলেই অধ:মুত্ররন্ধ্রতা থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে শিশু ফারুক

জন্মগত ভাবেই অধ:মুত্ররন্ধ্রতায় (হাইপোস্পেডিয়াস) আক্রান্ত শিশু ওমর ফারুক। আর ১০জনের মতো স্বাভাবিকভাবে প্রস্রাব করতে পারেনা এই শিশু। মুত্রনালির সহজাত অপগঠনের ফলে মুত্ররন্ধ্র শিশ্নের মাথায় না থেকে শিশ্নের নিচের দিকে থাকায় অস্বাভাবিক জীবন যাপন করছে শিশু ওমর ফারুক। অধ:মুত্ররন্ধ্রতা দুর করতে প্রয়োজন একটি অপারেশন।

আর এতে ব্যয় হবে প্রায় দুই লক্ষ টাকা। কিন্তু দরিদ্র হোটেল শ্রমিক পিতা টাকা যোগার করতে না পারায় অপারেশনও করতে পারছেননা। ফলে অস্বাভাবিক জীবন যাপন করছে এই শিশু। শিশু ওমর ফারুক নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জয়সারা গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

আমিনুল ইসলাম জানান, জন্মের পর পরই অধ:মুত্ররন্ধ্রতা নজরে আসে। পুরুষাঙ্গের মাথা পুরোটা লেপটে থাকায় শিশ্নের নিচে খুব চিকন একটি ফুটো দিয়ে খুব অল্প পরিমান করে প্রস্রাব বের হয়।

তিনি জানান,রাজশাহী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছেন। কিন্তু অপারেশন ছাড়া চিকি’সায় ভাল হওয়ার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন ডাক্তাররা। তিনি বলেন, দেখতে দেখতে শিশুর বয়স প্রায় ১১ বছর হয়ে গেল। বর্তমানে  ৫ম শ্রেনীতে পড়া-লেখা করছে। কিন্তু এই দীর্ঘ সময় পার হলেও শিশুকে অপারেশন করার যে টাকা লাগবে তা যোগার করতে পারেননি।

আমিনুল জানান, তিনি একজন অতিদ্ররিদ্র হোটেল শ্রমিক। মাথা গোঁজার ঠাই ছাড়া নিজস্ব কোন জায়গা জমি নেই। হোটেলে কাজ করে যে টাকা পান তা দিয়ে কোন রকমে জীবন যাপন করেন। কিন্তু কোনভাবেই অপারেশনের টাকা যোগার করতে পারছেননা। শিশুকে অপারেশন করাতে না পেরে পরিবারের সবাই অস্বস্তিতে রয়েছেন।

তাই শিশুকে অপারেশনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরাতে সমাজের দানশীল ধনবান ও হৃদয়বান ব্যক্তিদের নিকট আর্থিক সহায়তা কামনা করেছেন।

সাহায্য পাঠানোর ব্যাংক হিসাব নাম্বার:-২০৫০৭৭৭০২১৬৩০৭৯১৬, ইসলামী ব্যাংক আত্রাই শাখা, নওগাঁ।এবং নগদ হিসাব নাম্বার-০১৭২৪ ৮৬২৬৮৩।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোর বিএনপির নেতৃত্বে হযরতকে দেখতে চাই তৃণমুল

error: Content is protected !!

মাত্র দুই লাখ টাকা হলেই অধ:মুত্ররন্ধ্রতা থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে শিশু ফারুক

আপডেট টাইম : ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
মোঃ আব্দুল জব্বার, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :

জন্মগত ভাবেই অধ:মুত্ররন্ধ্রতায় (হাইপোস্পেডিয়াস) আক্রান্ত শিশু ওমর ফারুক। আর ১০জনের মতো স্বাভাবিকভাবে প্রস্রাব করতে পারেনা এই শিশু। মুত্রনালির সহজাত অপগঠনের ফলে মুত্ররন্ধ্র শিশ্নের মাথায় না থেকে শিশ্নের নিচের দিকে থাকায় অস্বাভাবিক জীবন যাপন করছে শিশু ওমর ফারুক। অধ:মুত্ররন্ধ্রতা দুর করতে প্রয়োজন একটি অপারেশন।

আর এতে ব্যয় হবে প্রায় দুই লক্ষ টাকা। কিন্তু দরিদ্র হোটেল শ্রমিক পিতা টাকা যোগার করতে না পারায় অপারেশনও করতে পারছেননা। ফলে অস্বাভাবিক জীবন যাপন করছে এই শিশু। শিশু ওমর ফারুক নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের জয়সারা গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

আমিনুল ইসলাম জানান, জন্মের পর পরই অধ:মুত্ররন্ধ্রতা নজরে আসে। পুরুষাঙ্গের মাথা পুরোটা লেপটে থাকায় শিশ্নের নিচে খুব চিকন একটি ফুটো দিয়ে খুব অল্প পরিমান করে প্রস্রাব বের হয়।

তিনি জানান,রাজশাহী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছেন। কিন্তু অপারেশন ছাড়া চিকি’সায় ভাল হওয়ার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন ডাক্তাররা। তিনি বলেন, দেখতে দেখতে শিশুর বয়স প্রায় ১১ বছর হয়ে গেল। বর্তমানে  ৫ম শ্রেনীতে পড়া-লেখা করছে। কিন্তু এই দীর্ঘ সময় পার হলেও শিশুকে অপারেশন করার যে টাকা লাগবে তা যোগার করতে পারেননি।

আমিনুল জানান, তিনি একজন অতিদ্ররিদ্র হোটেল শ্রমিক। মাথা গোঁজার ঠাই ছাড়া নিজস্ব কোন জায়গা জমি নেই। হোটেলে কাজ করে যে টাকা পান তা দিয়ে কোন রকমে জীবন যাপন করেন। কিন্তু কোনভাবেই অপারেশনের টাকা যোগার করতে পারছেননা। শিশুকে অপারেশন করাতে না পেরে পরিবারের সবাই অস্বস্তিতে রয়েছেন।

তাই শিশুকে অপারেশনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরাতে সমাজের দানশীল ধনবান ও হৃদয়বান ব্যক্তিদের নিকট আর্থিক সহায়তা কামনা করেছেন।

সাহায্য পাঠানোর ব্যাংক হিসাব নাম্বার:-২০৫০৭৭৭০২১৬৩০৭৯১৬, ইসলামী ব্যাংক আত্রাই শাখা, নওগাঁ।এবং নগদ হিসাব নাম্বার-০১৭২৪ ৮৬২৬৮৩।


প্রিন্ট