ঢাকা , শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইয়াবাসহ গ্রেপ্তার আ. লীগ নেতা কৃষ্ণ চন্দ্র এখন এনসিপিতে Logo ইতিহাস ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ -ভিপি নুরুল হক নুর Logo শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে সদরপুর বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo মধুখালীতে ইউনিয়ন কর্মী সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০ Logo বৃহত্তর রাজশাহীর কৃষি শ্রমিকদের পাশে দাঁড়ান সুমন রাফি Logo মাগুরায় সাবেক এমপি কাজী কামাল ও যুবদল নেতা নয়নের গণ সংবর্ধনা Logo চট্টগ্রামের পটিয়ায় প্রধান শিক্ষকের উপর দুর্বৃত্তদের হামলা Logo আমরা সবাই মিলে ধানের শীষের পক্ষে কাজ করবোঃ -মহম্মদপুরে কাজী কামাল  Logo কালুখালীতে শিল্প ও বনিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন Logo ঠাকুরগাঁওয়ে চাষ হচ্ছে অস্ট্রেলিয়া ও ফিলিপাইন জাতের আখ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

বাংলাদেশ-এডিবির ৩০ কোটি ডলারের ঋণচুক্তি সই

-এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতীকী ছবি।

বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ৩০ কোটি ডলারের ঋণচুক্তিতে স্বাক্ষর করেছে। সোমবার (১৪ আগস্ট) বাংলাদেশের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের শরিফা খান এবং এডিবির পক্ষ থেকে স্বাক্ষর করেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।

‘শহরের পরিচালনা পদ্ধতি এবং অবকাঠামো উন্নয়ন’ নামের এক প্রকল্পের আওতায় চুক্তিটি স্বাক্ষরিত হয়।

ওই কর্মসূচিতে নগর পরিচালনাকে দৃঢ় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশের পৌরসভা উন্নয়ন পরিকল্পনার অধীনে পৌর সেবাকে উন্নত করতে বিনিয়োগ করা হবে।

মূলত পৌরসভার বাসযোগ্যতা উন্নত করতে সমন্বিত ও টেকসই নগর উন্নয়ন অর্জনে সহায়তা করবে চুক্তিটি। এডিবি বলছে, আখেরে এর সুফল ভোগ করবে বাংলাদেশের ৭৬ লাখ মানুষ।

কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং বলেন, ’বাংলাদেশকে ২০৩০ সাল নাগাদ মধ্যম আয়ের দেশে রূপান্তরের জন্য জলবায়ু সহনশীল ও টেকসই নগর উন্নয়ন বেশ গুরুত্বপূর্ণ।… এই প্রকল্প আরও অর্থবহ পৌর সংস্কার অর্জনের লক্ষ্যে একটি কর্মক্ষমতাভিত্তিক পন্থা অন্তর্ভুক্ত করবে।’

গিন্টিং আরও জানান, এই ঋণের কারণে অংশগ্রহণকারী পৌরসভাগুলোর আয় ব্যবস্থাপনা প্রক্রিয়ার মতো বিভিন্ন খাতে নজর রাখা ও মূল্যায়ন ব্যবস্থাগুলো ডিজিটালাইজ করা সম্ভব হবে। নারী নেতৃত্বের মতো বিষয়গুলো সামনে আসবে।

জানা গেছে, প্রকল্পে অন্তত ৯০০ কিলোমিটার স্টর্মওয়াটার নিষ্কাশন উন্নত করা হবে। ১ হাজার ৫০০ কিলোমিটার দীর্ঘ সড়ক পুনর্নির্মাণ করা হবে এবং নারী ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর প্রয়োজনীয়তার ভিত্তিতে সরকারি সুবিধা সংস্কার ও উন্নত করা হবে।

মোট ঋণের প্রায় ৬০ শতাংশই জলবায়ুসংশ্লিষ্ট তহবিল। এ প্রকল্প আরও ২০ কোটি ডলারের আর্থিক তহবিল পাবে এজেন্সে ফ্রান্সাইস ডে ডেভেলপ্পেমেন্ট-এর কাছ থেকে। আর সরকারের পক্ষ থেকে প্রকল্পটিতে দেওয়া হবে প্রায় ১৮ কোটি ৯০ লাখ ডলার।

বাড়তি হিসেবে এডিবি কারিগরি সহায়তার জন্য ১০ লাখ ডলার অনুদান দেবে নিজেদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স স্পেশাল ফান্ড থেকে। এ ছাড়াও প্রকল্প বাস্তবায়নে সহায়তার লক্ষ্যে জাপান ফান্ড ফর প্রসপেরাস অ্যান্ড রেসিলিয়েন্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক থেকে আসবে ১০ লাখ ডলার।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ইয়াবাসহ গ্রেপ্তার আ. লীগ নেতা কৃষ্ণ চন্দ্র এখন এনসিপিতে

error: Content is protected !!

বাংলাদেশ-এডিবির ৩০ কোটি ডলারের ঋণচুক্তি সই

আপডেট টাইম : ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :
বাংলাদেশ সরকার ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ৩০ কোটি ডলারের ঋণচুক্তিতে স্বাক্ষর করেছে। সোমবার (১৪ আগস্ট) বাংলাদেশের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের শরিফা খান এবং এডিবির পক্ষ থেকে স্বাক্ষর করেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং।

‘শহরের পরিচালনা পদ্ধতি এবং অবকাঠামো উন্নয়ন’ নামের এক প্রকল্পের আওতায় চুক্তিটি স্বাক্ষরিত হয়।

ওই কর্মসূচিতে নগর পরিচালনাকে দৃঢ় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশের পৌরসভা উন্নয়ন পরিকল্পনার অধীনে পৌর সেবাকে উন্নত করতে বিনিয়োগ করা হবে।

মূলত পৌরসভার বাসযোগ্যতা উন্নত করতে সমন্বিত ও টেকসই নগর উন্নয়ন অর্জনে সহায়তা করবে চুক্তিটি। এডিবি বলছে, আখেরে এর সুফল ভোগ করবে বাংলাদেশের ৭৬ লাখ মানুষ।

কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং বলেন, ’বাংলাদেশকে ২০৩০ সাল নাগাদ মধ্যম আয়ের দেশে রূপান্তরের জন্য জলবায়ু সহনশীল ও টেকসই নগর উন্নয়ন বেশ গুরুত্বপূর্ণ।… এই প্রকল্প আরও অর্থবহ পৌর সংস্কার অর্জনের লক্ষ্যে একটি কর্মক্ষমতাভিত্তিক পন্থা অন্তর্ভুক্ত করবে।’

গিন্টিং আরও জানান, এই ঋণের কারণে অংশগ্রহণকারী পৌরসভাগুলোর আয় ব্যবস্থাপনা প্রক্রিয়ার মতো বিভিন্ন খাতে নজর রাখা ও মূল্যায়ন ব্যবস্থাগুলো ডিজিটালাইজ করা সম্ভব হবে। নারী নেতৃত্বের মতো বিষয়গুলো সামনে আসবে।

জানা গেছে, প্রকল্পে অন্তত ৯০০ কিলোমিটার স্টর্মওয়াটার নিষ্কাশন উন্নত করা হবে। ১ হাজার ৫০০ কিলোমিটার দীর্ঘ সড়ক পুনর্নির্মাণ করা হবে এবং নারী ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর প্রয়োজনীয়তার ভিত্তিতে সরকারি সুবিধা সংস্কার ও উন্নত করা হবে।

মোট ঋণের প্রায় ৬০ শতাংশই জলবায়ুসংশ্লিষ্ট তহবিল। এ প্রকল্প আরও ২০ কোটি ডলারের আর্থিক তহবিল পাবে এজেন্সে ফ্রান্সাইস ডে ডেভেলপ্পেমেন্ট-এর কাছ থেকে। আর সরকারের পক্ষ থেকে প্রকল্পটিতে দেওয়া হবে প্রায় ১৮ কোটি ৯০ লাখ ডলার।

বাড়তি হিসেবে এডিবি কারিগরি সহায়তার জন্য ১০ লাখ ডলার অনুদান দেবে নিজেদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স স্পেশাল ফান্ড থেকে। এ ছাড়াও প্রকল্প বাস্তবায়নে সহায়তার লক্ষ্যে জাপান ফান্ড ফর প্রসপেরাস অ্যান্ড রেসিলিয়েন্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক থেকে আসবে ১০ লাখ ডলার।


প্রিন্ট