কুষ্টিয়ার খোকসায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিশ্ব মা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সোমবার দুপুরে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়ে শহর ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতিয় সংসদ- ৭৮ কুষ্টিয়া-৪ খোকসা কুমারখালী সংসদ সদস্যের মাতা কুমারখালী পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মমতাজ বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার। অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন।
উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, শোমসপুর আবু তালেব ডিগ্রী কলেজের সভাপতি জিল্লুর রহমান, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন খোকসা উপজেলার বিভিন্ন মহিলা সংগঠনের প্রতিনিধি, সুধী ও সাংবাদিকগণ। বক্তাগণ বিশ্ব মা দিবসের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রিন্ট