কুষ্টিয়ার খোকসায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে উপজেলা পর্যাযে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে খোকসা আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজে উক্ত প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে স্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায় ছাত্রছাত্রীদের গান, কবিতা আবৃতি, রচনা প্রতিযোগিতা, গজলসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত প্রতিযোগিতা কমিটির সদস্য সচিব ও খোকসা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা বিআরডিবি কর্মকর্তা ইয়ারুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান,আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রাকিবুল ইসলাম, আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক বিকাশ রায়, খোকসা সরকারি কলেজের প্রভাষক রাশেদুল হাসান রাজ, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, শিল্পকলা একাডেমীর সদস্য সজল বিশ্বাস, রেজওয়ান খান প্রমুখ।
উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষা প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ে স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
প্রিন্ট