নড়াইলের কালিয়ায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতাসহ ৩ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। সোমবার (৮ মে) দুপুরে উপজেলার ফুলদাহ গ্রামে কামাল শেখের বাড়ীর সামনে এই হামলার ঘটনা ঘটেছে।
হামলাকারিরা কালিয়া উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সেলিম ফকিরের দুটি পা ভেঙে গুড়িয়ে দিয়েছে বলে আহতরা জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার ফুলদাহ গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের সেলিম ফকির ও ফসিয়ার মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে আসছে।
তারই জের ধরে সোমবার দুপুর ২ টার দিকে সেলিম ফকির ও তার ২ সমর্থক একই গ্রামের শাহিনুর ফকির (৪০) ও জাহাঙ্গীর ফকিরের (৬৫) সাথে মটরসাইকেল যোগে কালিয়া থেকে বাড়ি ফেরার পথে কালিয়া-নড়াইল সড়কের ফুলদাহ গ্রামের কামাল শেখের বাড়ীর সামনে ফসিয়ার মোল্যা গ্রুপের ১০/১৫ জনের একদল সমর্থক সেলিম ফকিরের গতি রোধ করে তাদের উপর হামলা চালায়।
|
এসময় হাতুড়ী ও লোহার রড দিয়ে পিটিয়ে দলনেতা সেলিম ফকিরসহ তার সঙ্গীদের আহত করে। গুরুতর আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, ঘটনাস্থলে পুলিশ টহল জোরদার করা হয়েছে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রিন্ট