গোপালগঞ্জে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে এতিম ও দুস্থদের সাথে ইফতার ও দোয়া মাহফিল করেছে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) গোপালগঞ্জ জেলা শাখার। ১৮ এপ্রিল মঙ্গলবার (২৬ রমজান) হরিদাসপুর ঈদগাহ মাদ্রাসা ও এতিমখানার ৫৫ জন এতিম ও দুস্থ শিক্ষার্থীদের নিয়ে এই ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় (আইডিইবি) এর গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও পানি উন্নয়ন বোর্ডের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী বিএম এসানুল কবির, সাধারণ সম্পাদক ও সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল হালিম খাঁন, সংগঠনের উপদেষ্টা গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী শিশির কুমার বড়াল, সাংগঠনিক সম্পাদক তন্ময় গোলদার, অর্থ বিষয়ক সম্পাদক ও রয়েল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ইন্জিনিয়ার আতিয়ার রসুল হিমেল, উপ-সহকারী প্রকৌশলী বিল্লাল বিশ্বাস।
এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্য ও বিভিন্ন দফতরের প্রকৌশলী, গোপালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সী সাদেকুর রহমান শাহীন, এতিমখানার সভাপতি নূর আলী মোল্লা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক রোজাদার সাধারণ মানুষ ইফতার মাহফিলে উপস্থিত ছিল।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইডিইবি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল হালিম খাঁন বলেন, আমাদের সংগঠন সবসময় পেশাগত মান উন্নয়ন, অধিকার আদায় ও মানব সেবায় নিবেদিত। আমাদের সংগঠন শুরু থেকে নিজস্ব অর্থায়নে সারাদেশে সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। আমাদের এধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
প্রিন্ট