“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শিক্ষক দিবস-২০২২ উপযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়।
সুলতান মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় উদযাপন কমিটির আহবায়ক নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন নড়াইলের জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহানারা পারভীন, নড়াইল আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান মল্লিক প্রমুখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রিন্ট