মাগুরা শালিখা উপজেলার কালীবাড়ি বাজার সংলগ্ন ফটকি নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিহারীলাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ অক্টোবর বিকাল ৩ টার সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, মাগুরা-২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ এয়াডভোকেট শ্রী বীরেন শিকদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শালিখা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি ধনেশ্বরগাতী ইউনিয়নের চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শ্যামল কুমার দে, শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম, শালিখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা, ধনেশ্বরগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শংকর বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। এছাড়াও কালীবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি মুদাচ্ছের মোল্যা, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, কোষাধক্ষ্য বাবু হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ও দূরদূরান্ত থেকে আসা অনেক দর্শক উপস্থিত ছিলো। মেলায় ছোট বড় ১০টি সুসজ্জিত নৌকা অংশ নেই।
|
অতিথিরা বিজয়ী নৌকার মালিকদের মধ্যে পুরস্কার বিতরন করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি ডঃ শ্রী বীরেন শিকদার বলেন, বাংলাদেশ নদী মাতৃক দেশ। আবহমান কাল থেকে নদীর সাথে আমাদের গভীর সম্পর্ক রয়েছে। তাই যুব সমাজকে সঠিক পথে পরিচালনা করতে নৌকাবাইচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ যেন প্রতি বছরই হয় সেই চেষ্টা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।
মেলা ও নৌকা বাইচ ঘিরে কালিবাড়ি বাজার ও ফটকি নদীর দুই পারে বসে মেলা মোদী মানুষের মিলন মেলা। অনুষ্ঠানের আয়োজন করে কালিবাড়ি বাজার বনিক সমিতি।
প্রিন্ট