মাগুরা শালিখা উপজেলার চুকিনগর গঙ্গার ঘাটে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার ১০ অক্টোবর মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডঃ এ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ মৎস্য পোনা অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা, উপজেলা আওয়ামীলীগ এর সদস্য প্রদীপ বিশ্বাস, সাবেক ছাত্র লীগ নেতা মীর মোঃ মোস্তাক হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রনি মুন্সী, মোঃ মাফিকুল মুন্সী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ।
২০২২-২০২৩ অর্থ বছরের রাজস্ব ফান্ড থেকে এ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। বাস্তবায়নে, উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর শালিখা, মাগুরা।
প্রিন্ট