উপজেলা শিক্ষা ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে সুদুর প্রসারী ভুমিকা পালন করায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আশিকুর রহমান চৌধুরী । সোমবার (৩ অক্টোবর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলমের এক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।
৩ অক্টোবর সোমবার জেলা প্রশাসকের সভাকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। এদিকে ইউএনওকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত করায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম জানান, মধুখালী উপজেলা নির্বাহী অফিসার জেলায় শ্রেষ্ঠ হওয়ায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়ার প্রস্তুতি চলছে।
এ প্রসঙ্গে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী বলেন, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এ জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি জেলা প্রশাসক মহোদয়ের প্রতি চিরকৃতজ্ঞ।
|
উল্লেখ্য যে, অত্র উপজেলায় তিনি ৫ সেপ্টেম্বর ২০২১ যোগদান করে সুনামের সাথে তার দায়িত্ব পালন করে আসছেন। যোগদানের পর থেকে ইউএনও মোঃ আশিকুর রহমান চৌধুরীর তত্ত্বাবধানে উপজেলার শিক্ষা ব্যবস্থা অনেকাংশে আধুনিকতার ছোয়া পেয়েছে।
প্রিন্ট