নড়াইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আজ মোটরসাইকেলের ধাক্কায় মিলন বিশ্বাস নামে একজন নিহত হয়েছে। সোমবার সকাল ৯ টার দিকে নতুন বাস টার্মিনাল এলাকা এই দুর্ঘটনা ঘটে। মিলন ভাদুলিডাঙ্গা এলাকার দিনবন্ধু বিশ্বাসের ছেলে।
জানা গেছে সকালে মিলন নতুন টার্মিনাল এলাকায় ট্রাক শ্রমিক ইউনিয়নের টাকা তোলার কাজ করছিলেন। নয়টার দিকে একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে গুরুত্ব আহত হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনঃ বিদ্যুৎ ঘাটতি মোকাবেলা ও লোডশেডিং সংক্রান্ত জরুরী সভা অনুষ্ঠিত
এদিকে পৌরসভার বরাশুলা গ্রামের তূর্য নামের আর একজনের মৃত্যু হয়।
তূর্য মোটরসাইকেল এক্সিডেন্ট করে কয়েক দিন ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে জাফর খানের ছেলে।
প্রিন্ট