মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর বাস টার্মিনালে রাখা সাদ পরিবহন নামের একটি যাত্রীবাহি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। আগুনে বাসের ভিতরের সম্পূর্ণ অংশ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার দিবাগত রাত ১টার দিকে শহরের গোয়ালচামট নতুন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। সাদ পরিবহনের সুপারভাইজার গোপাল চন্দ্র দাস জানান, বুধবার রাতে মাগুরা থেকে টিপ মেরে ফরিদপুরে আসেন। পরে গাড়িতে তেল ভরে বাস টার্মিনালে এসে গাড়িটি পার্কিং করে রাখেন। রাতের খাবার শেষে গাড়িতে ঘুমিয়ে পড়েন।
রাত ১টার দিকে গাড়ির মধ্যে আগুনের তাপ লাগায় হঠাৎ ঘুম ভেঙে যায়, তখন দেখতে পান গাড়ির ভেতরের পিছনের অংশে আগুন জ্বলছে। তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে শোর-চিৎকার করলে অন্য গাড়ির লোকজন এগিয়ে আসে।
তিনি আরো জানান, ওই সময় ৯৯৯ এ ফোন দিলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। গাড়ির পেছনের গ্লাস ভেঙ্গে আগুন দেয় দূর্বৃত্তরা। গাড়িটির মালিক ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান ছিদ্দিকী কামরুল।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলেন। গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট