নুরুল ইসলাম, সদরপুর থেকে:
ফরিদপুর জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ২০২৫) বিকেল ৩টায় কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত এই কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন কৃষ্ণপুর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক গাউস মাতুব্বর (সুমন)।
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কৃষকদলের সদস্য সচিব মোরাদ হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মুন্সী জহুরুল, যুগ্ম আহবায়ক সোয়েব হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ জাহিদুর রহমান, সদরপুর উপজেলা কৃষকদলের আহবায়ক ফজলুর রহমান বাবুল, সদস্য সচিব আসাদ মৃধা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হাসান রাজু, সাবেক ছাত্রনেতা রাজিবুল হক রুমি, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ইমরান মাহমুদ লাহিকুর, যুগ্ম আহবায়ক ফরিদ হোসেন, যুগ্ম আহবায়ক হারুন শেখ প্রমুখ।
কৃষ্ণপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের বিপুল সংখ্যক কৃষক এ সমাবেশে উপস্থিত ছিলেন।
প্রিন্ট