মাগুরায় ২০২১-২২ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ ২০২২-২৩ মৌসুমে বিনা মূল্যে কৃষকদের মাঝে রোপা আমন ধানের উপকরণ বিতরণের শুভ উদ্বোধনের আয়োজন করা হয়। রবিবার ২৭ জুন সকাল ১০.৩০ টার সময় উপজেলা কৃষি অফিস মাগুরা সদর, মাগুরা এর আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্ত্বর মাগুরা সদরে খরিপ মৌসুমে বিনা মূল্যে কৃষকদের মাঝে রোপা আমন ধানের উপকরণ বিতরণ করা হয়।
রোপা আমন ধানের উপকরণ বিতরণ করেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আবু নাসির বাবলু, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন কবীর, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাগুরা ড. হায়াত মাহমুদ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মোশাররফ হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হুমায়ুন কবির, কৃষি সম্প্রসারণ অফিসার সদর নুরে নবী সহ প্রমুখ।
খরিপ মৌসুমে বিনা মূল্যে ১৯১০ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের উপকরণ বিতরণ করা হবে। প্রতি জন কৃষক ৫ কেজি আমন উফসী ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
প্রিন্ট