সাহিদা পারভীনঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নে ঈদগাঁও কমিটি গঠন নিয়ে হামলায় ৬ জন আহত হয়েছে। গত ২ এপ্রিল সকাল ১০ টায় দক্ষিননগরবাথান এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, সুজন মুন্সী (২৯), সজীব আবু নাছের (২৫), রফিকুল ইসলাম (৪৬), রকিবুল ইসলাম (২)(২৮), আনোয়ার (২৮), ও মিরাজ হোসেন (৩২) । ।
.
এ ঘটনায় আব্দুল গফুর জোয়াদ্দার বাদী হয়ে কালুখালী থানায় ১৬ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
.
অভিযুক্তরা হলো দক্ষিণ নগর বাথান গ্রামের আফসার আলী জোয়াদ্দারের পুত্র গোলাম মোস্তফা (৫৫) ও আব্দুল জলিল জোয়াদ্দারের পুত্র শহিদুল ইসলাম (৪০), আব্দুল মান্নান বিশ্বাসের পুত্র আসাদ (৩০) বিনোদ মন্ডলের পুত্র আব্দুল খালেক (৫৫),আইয়ুব আলী জোয়াদ্দারের পুত্র শামীম (২৬), ছবদুল জোয়াদ্দারের পুত্র রাজীব (৩২), তাইজুদ্দিনের পুত্র সুমন জোয়াদ্দার (২১)।
.
আলমডাঙ্গা গ্রামের জনাব আলী মন্ডল ৩ পুত্র রুহুল আমিন (৩৫), শুকুর আলী (৪৫), আমিরুল (৪০), একই গ্রামের তোছির উদ্দিনের পুত্র আনছার আলী (৬০),গোলাম মোস্তফার পুত্র নাইম জোয়াদ্দার (২৬), আব্দুল জলিল জোয়াদ্দারের পুত্র আব্দুল রশিদ (৩৫), আক্কাস আলী মন্ডলের ২ পুত্র আলম মন্ডল (৩২) ও আলেপ মন্ডল (২৮), আমিরুলের পুত্র হাছান (২৫) ।
.
অভিযোগে উল্লেখ্য করা হয়েছে,২-৪-২০২৫ ইং তারিখ সকাল ১০টায় দক্ষিন নগরবাথান ঈদগাঁ কমিটি গঠনের মিটিং চলাকালে আসামীরা পূর্বপরিকল্পিতভাবে রামদা,লোহার রড ও কাঠের বাটার নিয়ে তাদের উপর হামলা করে। এতে ৬ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের কালুখালী হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সুত্রে জানা যায় আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রিন্ট