আসলাম বেপারীঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় টানা ১৫ দিনের বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়া ভ্যান ও রিকশাচালকদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ১৫০ জন ভ্যান-রিকশাচালকের হাতে এক বস্তা করে ত্রাণ প্যাকেজ তুলে দেওয়া হয়।
উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন এবং উপজেলা উন্নয়ন সমন্বয়কারী মনজুর সামাদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টানা বর্ষণের ফলে উপজেলার রিকশা ও ভ্যানচালকরা কাজকর্ম হারিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। তাদের সহায়তার লক্ষ্যে বিনামূল্যে ত্রাণ বিতরণের উদ্যোগ গ্রহণ করে উপজেলা প্রশাসন।
প্রতিটি পরিবারের জন্য একটি করে ত্রাণ প্যাকেজ প্রদান করা হয়, যেখানে ছিল আট ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য। প্রতিটি প্যাকেজে ছিল—চাল ১০ কেজি, মসুর ডাল ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, লবণ ১ কেজি, হলুদের গুঁড়া ২০০ গ্রাম, মরিচ গুঁড়া ১০০ গ্রাম ও ধনিয়া গুঁড়া ১০০ গ্রাম।
প্রিন্ট