আনিসুর রহমানঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর বাজারে দেখা মিলেছে বিরল প্রজাতির কালোমুখ হনুমানের। সোমবার (১৪ জুলাই) দুপুর থেকে দলছুট হয়ে কালোমুখ হনুমানকে ঘুরে বেড়াতে দেখা যায়, বাজারসহ বিভিন্ন এলাকায়। হনুমানটি যেখানেই যাচ্ছে, সেখানেই কৌতুহলী মানুষ ভিড় করে সেটিকে দেখছে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে জামনগর ইউনিয়নের ঘোষপাড়া জমে মসজিদে প্রথমে দেখা মেলে,পরে জামনগর বাজারের গ্রামীণফোন টাওয়ার সংলগ্ন আমের গাছে, এই হনুমানকে দেখা যায়। পরবর্তীতে প্রাচীর টপকে চেয়ারম্যান সাহেবের আম বাগানের ভেতরে ঢুকে পড়ে, কৌতূহলী জনতা ভিড় জমালেই হনুমানটি বাজারের বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিচ্ছে। ছুটে বেড়াচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়।
কেউ কেউ তাকে খেতে দিচ্ছে কলা, বিস্কুট ও পাউরুটি। তবে প্রাণীটি কীভাবে এবং কোথা থেকে জামনগর বাজারে এসেছে, তা কেউ জানে না।
স্থানীয় শ্রী: বিদ্যুৎ ঘোষ বলেন, কালোমুখ হনুমান বৃক্ষচারী শান্তিপ্রিয় প্রাণী। চলাফেরা, ঘুম, খাবার সংগ্রহ, প্রজনন, খেলাধুলা, বিশ্রাম সবকিছু এরা গাছে থেকেই সম্পন্ন করে। মূলত গাছের পাতা খেয়ে জীবনধারণ করে এরা। তাছাড়া বিভিন্ন উদ্ভিদের পরাগায়ণ ও বংশবৃদ্ধিতেও সহায়তা করে থাকে। বর্তমানে জনসংখ্যার চাপ, শিল্পায়ন ও কৃষিক্ষেত্রের সম্প্রসারণের জন্য বনভূমি হ্রাস পাওয়ায় অস্তিত্বর সংকটে পড়ার কারণেই এরা লোকালয়ে এসেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী জানান, কালোমুখ হনুমানটি দুপুর থেকে বাজারে ঘুরে বেড়াচ্ছে। প্রাণীটি খাবারের সন্ধানে লোকালয়ে এসেছে। এলাকাবাসী প্রাণীটির যেন কোনো ক্ষতি না করে, সে বিষয়ে সবার সচেতনতা কামনা করছি।
উপজেলা বন কর্মকর্তা এবিএম আব্দুল্লাহ জানান, জামনগর বাজারে কালোমুখ হনুমানের উপস্থিতি শুনেছি। প্রাণিটির কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে সেজন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।
প্রিন্ট