মোক্তার হোসেনঃ
পবিত্র ঈদুল ফিতরের চলমান ছুটির মধ্যেও রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন ৫টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ১টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্য সেবা এবং পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে।
.
জানা যায়, গত ২৮ মার্চ থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্য সেবা, কিশোর-কিশোরী স্বাস্থ্য সেবাসহ সেবা গ্রহীতাদের চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে।
.
পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি), পরিবার কল্যাণ পরিদর্শিকা, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও)সহ সংশ্লিষ্টরা পরিবার পরিকল্পনা বিভাগের সকল সেবা অব্যাহত রেখেছেন। ঈদের ছুটির মধ্যেও পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা পেয়ে সেবা গ্রহীতারা খুশি হয়েছেন।
.
বৃহস্পতিবার (৩ এপ্রিল) পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মৌরাট ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সরিষা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, বাবুপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মাছপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, বাহাদুরপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং কলিমহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যেও পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে। একই সাথে সেবার মান বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
-পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যে বৃহস্পতিবার পাংশার মৌরাট ইউনিয়ন মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা রেহেনা পারভীন স্বাস্থ্য সেবা প্রদান করছেন।
প্রিন্ট