ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

সদরপুরে বর্ষার শুরুতেই পদ্মা-আড়িয়ালখাঁ নদীতে চলছে রেনু-পোনা নিধন

বর্ষার শুরুতেই ফরিদপুরের সদরপুরের পদ্মা ও আড়িয়ালখাঁসহ বিভিন্ন নদ-নদীতে ও জলাশয় আড়া-আড়ি বাধ দিয়ে অবাদে মাছের রেনু-পোনা নিধন করছে জেলেরা। যার ফলে বর্ষা মৌসুমে দেশীয় প্রজাতি মাছের প্রজনন ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে। ফলে দিন দিন দেশীয় প্রজাতি মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে।

এক কালের ফরিদপুরের মৎস্য ভান্ডার সদরপুর চৈতার কোল ৩২নং কোল, চর ডুবাইল কোল, ছোট কোল, বড় কোল আজ শুকিয়ে যাওয়ার কারণে শুকনো মৌসুমে মাছের প্রজনন হচ্ছে না। রেনু পোনা ও নয় ইঞ্জির নিচে ছোট মাছ ধরা নিষেধ থাকলেও তা এখানে মানা হচ্ছে না। সংশ্লিষ্ট মৎস্য অধিদপ্তর ও আইন শৃঙ্খলাবাহিনী ঘটনাটি দেখেও দেখছে না বলে অভিযোগ সাধারণ মানুষের।

আরও পড়ুনঃ তিন গ্রামের পাঁচ হাজার বাড়ি ভাঙ্গনের মুখেঃ ভেড়ামারায় পদ্মার ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

সরেজমিনে তথ্য সংগ্রহ কালে আকোটের হাটসংলগ্ন খালে সুইজগেট, চর রামনগর, শিমুলতলি বাজার সংলগ্ন হাজীকান্দি খাল, কাটাখালি, লোহারটেক খালে, মুন্সিরচর মরা আড়িয়ালখাঁয়, শয়তানখালী পদ্মার পাড়ঘেসে, নারিকেল বাড়িয়ার বিভিন্নচরের জলাশয়ে আড়া-আড়ি বাধ দিয়ে টোনা জাল, চায়না দোয়ারি ও মশাড়ি জাল পেতে ছোট মাছের পোনা অবাধে শিকার করা হচ্ছে ।

এব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান, উপজেলা নির্বাহী অফিসারের সাথে পরামর্শ করে অতি দ্রæত ব্যাবস্থা নিচ্ছি।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এবার ২১ দিনের মধ্যে জবাব দিতে আদানিকে সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

error: Content is protected !!

সদরপুরে বর্ষার শুরুতেই পদ্মা-আড়িয়ালখাঁ নদীতে চলছে রেনু-পোনা নিধন

আপডেট টাইম : ১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ :

বর্ষার শুরুতেই ফরিদপুরের সদরপুরের পদ্মা ও আড়িয়ালখাঁসহ বিভিন্ন নদ-নদীতে ও জলাশয় আড়া-আড়ি বাধ দিয়ে অবাদে মাছের রেনু-পোনা নিধন করছে জেলেরা। যার ফলে বর্ষা মৌসুমে দেশীয় প্রজাতি মাছের প্রজনন ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে। ফলে দিন দিন দেশীয় প্রজাতি মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে।

এক কালের ফরিদপুরের মৎস্য ভান্ডার সদরপুর চৈতার কোল ৩২নং কোল, চর ডুবাইল কোল, ছোট কোল, বড় কোল আজ শুকিয়ে যাওয়ার কারণে শুকনো মৌসুমে মাছের প্রজনন হচ্ছে না। রেনু পোনা ও নয় ইঞ্জির নিচে ছোট মাছ ধরা নিষেধ থাকলেও তা এখানে মানা হচ্ছে না। সংশ্লিষ্ট মৎস্য অধিদপ্তর ও আইন শৃঙ্খলাবাহিনী ঘটনাটি দেখেও দেখছে না বলে অভিযোগ সাধারণ মানুষের।

আরও পড়ুনঃ তিন গ্রামের পাঁচ হাজার বাড়ি ভাঙ্গনের মুখেঃ ভেড়ামারায় পদ্মার ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

সরেজমিনে তথ্য সংগ্রহ কালে আকোটের হাটসংলগ্ন খালে সুইজগেট, চর রামনগর, শিমুলতলি বাজার সংলগ্ন হাজীকান্দি খাল, কাটাখালি, লোহারটেক খালে, মুন্সিরচর মরা আড়িয়ালখাঁয়, শয়তানখালী পদ্মার পাড়ঘেসে, নারিকেল বাড়িয়ার বিভিন্নচরের জলাশয়ে আড়া-আড়ি বাধ দিয়ে টোনা জাল, চায়না দোয়ারি ও মশাড়ি জাল পেতে ছোট মাছের পোনা অবাধে শিকার করা হচ্ছে ।

এব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান, উপজেলা নির্বাহী অফিসারের সাথে পরামর্শ করে অতি দ্রæত ব্যাবস্থা নিচ্ছি।


প্রিন্ট