বর্ষার শুরুতেই ফরিদপুরের সদরপুরের পদ্মা ও আড়িয়ালখাঁসহ বিভিন্ন নদ-নদীতে ও জলাশয় আড়া-আড়ি বাধ দিয়ে অবাদে মাছের রেনু-পোনা নিধন করছে জেলেরা। যার ফলে বর্ষা মৌসুমে দেশীয় প্রজাতি মাছের প্রজনন ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে। ফলে দিন দিন দেশীয় প্রজাতি মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে।
এক কালের ফরিদপুরের মৎস্য ভান্ডার সদরপুর চৈতার কোল ৩২নং কোল, চর ডুবাইল কোল, ছোট কোল, বড় কোল আজ শুকিয়ে যাওয়ার কারণে শুকনো মৌসুমে মাছের প্রজনন হচ্ছে না। রেনু পোনা ও নয় ইঞ্জির নিচে ছোট মাছ ধরা নিষেধ থাকলেও তা এখানে মানা হচ্ছে না। সংশ্লিষ্ট মৎস্য অধিদপ্তর ও আইন শৃঙ্খলাবাহিনী ঘটনাটি দেখেও দেখছে না বলে অভিযোগ সাধারণ মানুষের।
আরও পড়ুনঃ তিন গ্রামের পাঁচ হাজার বাড়ি ভাঙ্গনের মুখেঃ ভেড়ামারায় পদ্মার ভাঙন রোধের দাবিতে মানববন্ধন
সরেজমিনে তথ্য সংগ্রহ কালে আকোটের হাটসংলগ্ন খালে সুইজগেট, চর রামনগর, শিমুলতলি বাজার সংলগ্ন হাজীকান্দি খাল, কাটাখালি, লোহারটেক খালে, মুন্সিরচর মরা আড়িয়ালখাঁয়, শয়তানখালী পদ্মার পাড়ঘেসে, নারিকেল বাড়িয়ার বিভিন্নচরের জলাশয়ে আড়া-আড়ি বাধ দিয়ে টোনা জাল, চায়না দোয়ারি ও মশাড়ি জাল পেতে ছোট মাছের পোনা অবাধে শিকার করা হচ্ছে ।
এব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান, উপজেলা নির্বাহী অফিসারের সাথে পরামর্শ করে অতি দ্রæত ব্যাবস্থা নিচ্ছি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha