রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোরের লালপুরে অন্যের জমি জবরদখল করে দেয়ার অভিযোগ উঠেছে আরবাব ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি শামীম ইসলামের (৫০) বিরুদ্ধে। এ ঘটনায় শামীম ইসলামকে প্রধান আসামি করে ১৩ জনের নামে লালপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৮ দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের মোড়দহ গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এ সময় মারামারিতে ৩ জন আহত হন।
এজাহার, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার হাশেমপুর গ্রামের মৃত বিরেন্দ্রনাথের ছেলে শ্রী বিনয় কুমার (৬৪) তার জমিতে চাষ করতে যান।
এ সময় তার কাকা একই গ্রামের নিপেন্দ্রনাথ ওরফে শচীন্দ্রনাথ ভাড়াটিয়া লোকজন সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বিরেন্দ্রনাথের ছেলে শ্রী বিনয় কুমার (৬৫), বিনয় কুমারের ছেলে সজীব কুমার (২৭) ও বিপদ কুমারের ছেলে দিপু কুমারকে (২০) কুপিয়ে আহত করে।
আহত বিনয় কুমার জানান, সকালে তার ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমিতে পাটের বীজ বপন করতে গেলে তার চাচা নিপেন্দ্রনাথের নেতৃত্বে আরবাব ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ সভাপতি শামীম (৫০), রঘুনাথপুর গ্রামের মৃত রেজাহার প্রামাণিকের ছেলে রায়হান (৪৫), মোড়দহ গ্রামের সোহরাব ফকিরের ছেলে সাদ্দাম (২৫), মুক্তার এর ছেলে সুইট (৩০) সহ মোতালেব (৩৫) ,সাইদুল (৪৫) তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
এ বিষয়ে অভিযুক্ত শামিম মুঠোফোনে জানান, আমরা বিরোধকৃত জমিতে উপস্থিত হয়ে চাষাবাদ করতে নিষেধ করার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। তবে কাউকে মারপিট করা হয়নি।
এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিনয় কুমার বাদি হয়ে ১৩ জনের নামে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
প্রিন্ট