ঢাকা , রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের উপর হামলা Logo যশোরে ৬২ রাইস মিলের লাইসেন্স বাতিল Logo নাটোরের গুরুদাসপুরে ওজনে কম দেওয়ায় ৩ পেট্রোল পাম্পকে জরিমানা Logo দৌলতপুরে পদ্মার ভাঙন রোধে জিওব্যাগ ফেলে করা হচ্ছে ডাম্পিং Logo কলেজের খেলার মাঠ দখল করে ব্লক নির্মাণ Logo কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু Logo ছাত্রলীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সভাপতির বিরুদ্ধে Logo গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা Logo সদরপুরে নারীকে ধর্ষণ করে হত্যাঃ ইউপি মেম্বার মমরেজ আটক Logo কুমার নদে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারীদের কঠোর হুশিয়ারি দিলেনঃ -শামা ওবায়েদ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

নগরকান্দায় বিয়ের ২৮ দিনে নিজ বাড়িতে খুন হলেন প্রবাসী

বোরহানুজ্জামান আনিসঃ

 

ফরিদপুরের নগরকান্দায় বিয়ের ২৮ দিনে নিজ বাড়িতে খুন হলেন জামাল শেখ (৫৪) নামে মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তি। গত শুক্রবার দিবাগত রাতে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ কোনাগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জামাল শেখ ঐ গ্রামের মৃত হাতেম শেখের ছেলে। তিনি বাবা ও মায়ের একমাত্র সন্তান।

জামাল দীর্ঘ ১৫ বছর মালয়েশিয়ায় ছিলেন। তিনি দেড় মাস আগে বাড়িতে আসেন। গত ২৮ দিন আগে তিনি সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের নিজগ্রাম নামক গ্রামের সাজেদা বেগম (২৮) কে বিয়ে করেন। শুক্রবার রাতে বাড়িতে স্বামী ও স্ত্রী ছিলেন।

স্ত্রী সাজেদা বেগম জানান, শুক্রবার রাতে প্রতিদিনের ন্যায় তারা ঘুমিয়েছিলেন। রাত দুইটার দিকে হঠাৎ বাইরের দরজা খোলার শব্দে তাদের ঘুম ভেঙ্গে যায়। তখন তারা ঘরের মধ্যে দুইজন ব্যক্তিকে দেখতে পান। তাদের একজনকে আমার স্বামী চিনে ফেলে। তাকে চিনে ফেরায় ঐ ব্যক্তি শাবল দিয়ে স্বামীর অন্ডকোষে আঘাত করে পালিয়ে যান। এতে তার স্বামী গুরুতর আহত হন। তখন তার শোর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আহত জামাল শেখকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয়রা জানান, ঘটনার রাতে জামালের বাড়িতে ডাকাতি বা চুরি হয়েছে, এমন কোনো সাড়াশব্দ তারা পায়নি। ঘরের দরজা জানালা ও আসবাবপত্র সবই অক্ষত দেখা গেছে। এছাড়া, ঘর থেকে টাকা-পয়সা ও স্বর্ণালংকার কিছুই খোয়া যায়নি। তাই গ্রামবাসীর সন্দেহ, স্ত্রীর পরকীয়া বা অন্য কোনো ঘটনা ধামাচাপা দিতে ডাকাতি বা চুরির সাজানো নাটকও হতে পারে।

 

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কঠোর স্থান থেকে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তবে মামলার তদন্তের স্বার্থে অনেক কিছু গোপন রাখতে হচ্ছে। তিনি আরো বলেন, দ্রুত ঘটনার রহস্য উদঘাটনসহ প্রকৃত আসামিদের সনাক্ত করে গ্রেপ্তার করা হবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের উপর হামলা

error: Content is protected !!

নগরকান্দায় বিয়ের ২৮ দিনে নিজ বাড়িতে খুন হলেন প্রবাসী

আপডেট টাইম : ০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
বোরহানুজ্জামান আনিস, সিনিয়র স্টাফ রিপোর্টার :

বোরহানুজ্জামান আনিসঃ

 

ফরিদপুরের নগরকান্দায় বিয়ের ২৮ দিনে নিজ বাড়িতে খুন হলেন জামাল শেখ (৫৪) নামে মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তি। গত শুক্রবার দিবাগত রাতে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ কোনাগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জামাল শেখ ঐ গ্রামের মৃত হাতেম শেখের ছেলে। তিনি বাবা ও মায়ের একমাত্র সন্তান।

জামাল দীর্ঘ ১৫ বছর মালয়েশিয়ায় ছিলেন। তিনি দেড় মাস আগে বাড়িতে আসেন। গত ২৮ দিন আগে তিনি সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের নিজগ্রাম নামক গ্রামের সাজেদা বেগম (২৮) কে বিয়ে করেন। শুক্রবার রাতে বাড়িতে স্বামী ও স্ত্রী ছিলেন।

স্ত্রী সাজেদা বেগম জানান, শুক্রবার রাতে প্রতিদিনের ন্যায় তারা ঘুমিয়েছিলেন। রাত দুইটার দিকে হঠাৎ বাইরের দরজা খোলার শব্দে তাদের ঘুম ভেঙ্গে যায়। তখন তারা ঘরের মধ্যে দুইজন ব্যক্তিকে দেখতে পান। তাদের একজনকে আমার স্বামী চিনে ফেলে। তাকে চিনে ফেরায় ঐ ব্যক্তি শাবল দিয়ে স্বামীর অন্ডকোষে আঘাত করে পালিয়ে যান। এতে তার স্বামী গুরুতর আহত হন। তখন তার শোর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আহত জামাল শেখকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয়রা জানান, ঘটনার রাতে জামালের বাড়িতে ডাকাতি বা চুরি হয়েছে, এমন কোনো সাড়াশব্দ তারা পায়নি। ঘরের দরজা জানালা ও আসবাবপত্র সবই অক্ষত দেখা গেছে। এছাড়া, ঘর থেকে টাকা-পয়সা ও স্বর্ণালংকার কিছুই খোয়া যায়নি। তাই গ্রামবাসীর সন্দেহ, স্ত্রীর পরকীয়া বা অন্য কোনো ঘটনা ধামাচাপা দিতে ডাকাতি বা চুরির সাজানো নাটকও হতে পারে।

 

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী বলেন, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কঠোর স্থান থেকে বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তবে মামলার তদন্তের স্বার্থে অনেক কিছু গোপন রাখতে হচ্ছে। তিনি আরো বলেন, দ্রুত ঘটনার রহস্য উদঘাটনসহ প্রকৃত আসামিদের সনাক্ত করে গ্রেপ্তার করা হবে।


প্রিন্ট