রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউপি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সীর রবিবার ১৯ জুন তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক আয়োজনে রবিবার জোহরের নামাজের পর মৌরাট গ্রামে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ সিদ্দিকুর রহমান।
জানা যায়, সিরাজুল ইসলাম মুন্সী ২০১৯ সালের ১৯ জুন ইন্তেকাল করেন। তিনি মৌরাট ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। রাজনীতির পাশাপাশি এলাকায় শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকান্ড বিকশিত করাসহ সামাজিক ও জনকল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি।
আরও পড়ুনঃ ফরিদপুর শহরে আট বছরের শিশুকন্যা ধর্ষণ
প্রিন্ট