ঢাকা , মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নড়াইলে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ, ৬ বেডের বিপরীতে ভর্তি অর্ধশতাধিক Logo মধুখালীতে নিখোঁজের দুইদিন পর ভুট্টা ক্ষেতে মিলল মাদরাসা শিক্ষকের লাশ, আটক এক Logo সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo তিন দশকেও উন্নয়নের ছোঁয়া লাগেনি মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে Logo হাতিয়ায় আমার দেশ পত্রিকার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন Logo নড়াইলের কালিয়ায় বাড়ির পেছনে মিললো যুবকের মরদেহ Logo আলফাডাঙ্গায় শিক্ষকদের সংবর্ধনা ও শিক্ষাউপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক Logo বর্ণাঢ্য আয়োজনে শারজায় বৈশাখী উৎসব অনুষ্ঠিত Logo মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা অস্বীকার, অসঙ্গতি আর বিচারপ্রক্রিয়ার লড়াই Logo যশোরে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ভালোবাসার অপেক্ষা

শামীম আহমেদ

ফেব্রুয়ারির শেষ বিকেল। আকাশে লাল সূর্যের আলো ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। প্রতিদিনের মতো আজও অরূপা নদীর পাড়ে এসে বসেছে। সে অপেক্ষা করছে। কিন্তু কিসের অপেক্ষা, তা জানে না সে নিজেও। অরূপার জীবনে কিছু বছর আগে এক বিশেষ মানুষ এসেছিল—রাহাত। তার সঙ্গে অরূপার পরিচয় হয়েছিল এক বন্ধুর মাধ্যমে। সময়ের সঙ্গে সঙ্গে পরিচয় বন্ধুত্বে রূপ নিল, আর বন্ধুত্ব থেকে ভালোবাসায়।

 

কিন্তু ভালোবাসার পথে সবকিছু তো আর সহজ হয় না। সমাজ, পরিবার—সব কিছুই তাদের সম্পর্ককে বাধা দিতে থাকে। তবুও তারা নিজেদের ভালোবাসায় অবিচল থাকে। কিন্তু একদিন রাহাত হারিয়ে গেল। রাহাত বলেছিল- এভাবে আমাদের ভালোবাসা কেউ মেনে নিবে না। আমি শহরে যাচ্ছি, প্রতিষ্ঠিত হতো। তুমি আমার জন্য অপেক্ষা করো…। আজ পাচ বছর হয়ে গেছে কিন্তু রাহাত ফেরিনি সেই চেনা পথ ধরে…! ভালোবাসার মানুষের কাছে।

রাহাতের হারিয়ে যাওয়া অরূপার জীবনে এক গভীর শূন্যতা এনে দেয়। তবে অরূপা থেমে থাকেনি, কারণ সে জানে, রাহাত বেঁচে আছে তার হৃদয়ের এক কোণে। সে অপেক্ষা করে, হয়তো একদিন রাহাত ফিরে আসবে।

প্রতিদিনের মতো আজও অরূপা নদীর পাড়ে বসে থাকে। সূর্যাস্তের লাল আভা তার চোখে মায়াবী আলো ফেলছে। সে মনে মনে বলে, “রাহাত, তুমি ফিরবে তো? আমি তো এখনও অপেক্ষায় আছি।”

সময় থেমে থাকে না, কিন্তু অরূপার অপেক্ষা থেমে থাকে। ভালোবাসার অপেক্ষা যেন তার জীবনকে বেঁধে রেখেছে। হয়তো রাহাত ফিরবে না, অথবা ফিরবে! অরূপা শুধু জানে, এই অপেক্ষা তার ভালোবাসার প্রতীক, যার শেষ কখনো হবে না…।

লেখকঃ শামীম আহমেদ
            -কবি, লেখক ও সাহিত্যিক।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নড়াইলে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ, ৬ বেডের বিপরীতে ভর্তি অর্ধশতাধিক

error: Content is protected !!

ভালোবাসার অপেক্ষা

আপডেট টাইম : ০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
শামীম আহমেদ, কবি, লেখক ও সাহিত্যিক :

শামীম আহমেদ

ফেব্রুয়ারির শেষ বিকেল। আকাশে লাল সূর্যের আলো ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। প্রতিদিনের মতো আজও অরূপা নদীর পাড়ে এসে বসেছে। সে অপেক্ষা করছে। কিন্তু কিসের অপেক্ষা, তা জানে না সে নিজেও। অরূপার জীবনে কিছু বছর আগে এক বিশেষ মানুষ এসেছিল—রাহাত। তার সঙ্গে অরূপার পরিচয় হয়েছিল এক বন্ধুর মাধ্যমে। সময়ের সঙ্গে সঙ্গে পরিচয় বন্ধুত্বে রূপ নিল, আর বন্ধুত্ব থেকে ভালোবাসায়।

 

কিন্তু ভালোবাসার পথে সবকিছু তো আর সহজ হয় না। সমাজ, পরিবার—সব কিছুই তাদের সম্পর্ককে বাধা দিতে থাকে। তবুও তারা নিজেদের ভালোবাসায় অবিচল থাকে। কিন্তু একদিন রাহাত হারিয়ে গেল। রাহাত বলেছিল- এভাবে আমাদের ভালোবাসা কেউ মেনে নিবে না। আমি শহরে যাচ্ছি, প্রতিষ্ঠিত হতো। তুমি আমার জন্য অপেক্ষা করো…। আজ পাচ বছর হয়ে গেছে কিন্তু রাহাত ফেরিনি সেই চেনা পথ ধরে…! ভালোবাসার মানুষের কাছে।

রাহাতের হারিয়ে যাওয়া অরূপার জীবনে এক গভীর শূন্যতা এনে দেয়। তবে অরূপা থেমে থাকেনি, কারণ সে জানে, রাহাত বেঁচে আছে তার হৃদয়ের এক কোণে। সে অপেক্ষা করে, হয়তো একদিন রাহাত ফিরে আসবে।

প্রতিদিনের মতো আজও অরূপা নদীর পাড়ে বসে থাকে। সূর্যাস্তের লাল আভা তার চোখে মায়াবী আলো ফেলছে। সে মনে মনে বলে, “রাহাত, তুমি ফিরবে তো? আমি তো এখনও অপেক্ষায় আছি।”

সময় থেমে থাকে না, কিন্তু অরূপার অপেক্ষা থেমে থাকে। ভালোবাসার অপেক্ষা যেন তার জীবনকে বেঁধে রেখেছে। হয়তো রাহাত ফিরবে না, অথবা ফিরবে! অরূপা শুধু জানে, এই অপেক্ষা তার ভালোবাসার প্রতীক, যার শেষ কখনো হবে না…।

লেখকঃ শামীম আহমেদ
            -কবি, লেখক ও সাহিত্যিক।


প্রিন্ট