রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের এক সভা শনিবার ১৮ জুন বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে এবং বাহাদুরপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির শাকিলের সঞ্চালনায় সভায় আওয়ামী লীগ নেতা মাসুদ রানা বাদশা, মতিয়ার রহমান মোল্লা, আবুল কাশেম প্রামানিক, রবিউল আলম সগির, নজরুল ইসলাম প্রামানিক ও ইউনুস আলী মল্লিক প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগদানের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির নেতৃত্বে এলাকায় সাংগঠনিক কর্মকান্ড জোরদারকরণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। সভায় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ বোয়ালমারীতে যায়যায়দিন পত্রিকার বর্ষপূর্তি উদযাপিত
প্রিন্ট