দেশে বিলুপ্ত প্রজাতির পাখিদের মধ্যে একটি হচ্ছে ‘মদনটাক’। লম্বা ঠোটের বিশালদেহী একটা পাখি। খুব বেশি চতুর না, মাথায়ও টাক। তাই পাখিটাকে বলা হয় মদনটাক! এ পাখিটি চলে এসেছে কুষ্টিয়ায়। কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর এলাকা থেকে আহত অবস্থায় একটি বিপন্ন প্রায় মদনটাক উদ্ধার করা হয়েছে।
১৫জুন,বুধবার রাত ১০টার দিকে স্থানীয় এক তরুণের সহায়তায় পাখিটি উদ্ধার করেন এসআই সোহেল নামের এক ব্যক্তি। তিনি পাখি ও বন্য প্রাণী সংরক্ষক হিসেবে পরিচিত। পাখিটিকে তিনি কুষ্টিয়া শহরের গড়াই নদসংলগ্ন কমলাপুর এলাকায় নিজ বাড়িতে রেখে শুশ্রূষা দিচ্ছেন। বন অধিদপ্তরের রেসকিউ সেন্টারে পাখিটিকে পাঠাতে যোগাযোগ করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কমলাপুর এলাকায় কুষ্টিয়া বার্ড ক্লাবের সভাপতি এসআই সোহেলের বাড়িতে গিয়ে দেখা যায়, মদকটাক পাখিটির মুখে মাছ তুলে দিচ্ছেন তিনি। পাখিটির দুটি ডানার বেশ কয়েকটি পালক কাটা, সে জন্য উড়তে পারছে না। অসুস্থ থাকায় চুপচাপ আছে।
এসআই সোহেল জানান, গতকাল বুধবার রাত ৯টার দিকে তিনি ঢাকার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের এক কর্মকর্তার কাছ থেকে ফোনে জানতে পারেন, কুষ্টিয়ার হরিপুর এলাকায় একটি মদনটাক পাখি ধরা পড়েছে। এমন খবর শোনার পরপরই তিনি দ্রæত সেখানে ছুটে যান। গিয়ে দেখতে পান, পাখিটিকে অনেক মানুষ ঘিরে রেখেছে। দুই ডানার পালক কেটে ফেলায় পাখিটি উড়তে পারছে না। সেখাকার বাসিন্দা মোহাম্মদ সুমন আলী নামের এক তরুণ তাঁকে জানান, পাশের বানিয়াপাড়া এলাকায় কয়েকজন তরুণ গাছ থেকে পাখিটি ধরে আনেন। তাঁরা পাখিটিকে জবাই করে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সুমন আলী খোঁজ পেয়ে বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯এ ফোন করে জানান। এরপর বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটকে বিষয়টি জানানো হলে তিনি ফোন পান।
আরও পড়ুনঃ মধুখালী ইউপি নির্বাচনে নৌকার পরাজয়
২৪ বছর ধরে পাখি ও বন্য প্রাণী সংরক্ষণের কাজে যুক্ত এসআই সোহেল বলেন, কুষ্টিয়ায় এই প্রথম মদনটাকের দেখা মিলল। উদ্ধার করা পাখিটির বয়স কম। সুমন আলী নামের ওই তরুণের তৎপরতায় পাখিটি উদ্ধার করা সম্ভব হয়েছে। রাতেই পাখিটি বাড়িতে এনে একটি কক্ষে রাখা হয়। বেশ দুর্বল আছে। তাকে বিভিন্ন ধরনের মাছ খাওয়ানো হয়েছে। খুলনা বন অধিদপ্তরের রেসকিউ সেন্টারে পাঠানোর জন্য যোগাযোগ করা হয়েছে।
প্রিন্ট