রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে “তারুণ্যের উৎসব ২০২৫” কার্যক্রমের অংশ হিসেবে “স্যানিটেশন ও হাইজিন সম্পর্কিত সচেতনতামূলক সভা” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে লালপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের মাঝে স্যানিটেশন ও হাইজিন সম্পর্কিত সচেতনামূলক বক্তব্য দেন । এ সময় আরো উপস্থিত ছিলেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজু, লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ(পাপ্পু), লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক তপন কুমার রায়, অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সভা শেষে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।
প্রিন্ট