১৫ জুন ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীন ভাবে ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১০ টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হয়।
স্বতন্ত্র প্রার্থী মো. ওয়ালিদ হাসান মামুন অটোরিকশা প্রতীক নিয়ে -৩৭১১ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হোন। তার কাছা কাছি প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে হাবিবুল বাশার ২৭৯৬ ভোট পেয়েছেন।
উৎসব মুখর পরিবেশে ইভিএমের মাধ্যমে ভোট দিতে আসা জনগণের মধ্যে মীরের কাপাষহাটিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে কালাম মোল্যা বলেন, জীবনের প্রথম বার ইভিএম মেশিন দিয়ে ভোট দিলাম।
এভাবে ভোট দিতে আমার অনেক ভালো লেগেছে। মো. ইলিয়াস মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার আসলেও বাংলাদেশকে ডিজিটাল দেশে রুপান্তরিত করেছেন তা হয়তো মেশিনের মাধ্যমে ভোট না দিলে বুঝতে পারতামনা। এতে কোন প্রকার কারচুপির সুযোগ নেই।
উপজেলা নির্বাচন অফিসার এবিএম আজমল হোসেন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। বেসরকারী ভাবে অটোরিকশা প্রতীকের মো. ওয়ালিদ হাসান মামুন ৯১৫ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। হাবিবুল বাশার নৌকার প্রতীক নিয়ে তার প্রতিদ্বন্দ্বী হয়।
আরও পড়ুনঃ ৩৮ বছর ধরে বিনা পারিশ্রমিকে কুরআন শেখাচ্ছেন হাফেজ আ. হান্নান
প্রিন্ট