কুষ্টিয়ার খোকসা শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি ও ভোকেশনালের ২০২২ সালে শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের সবুজ চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান, বিদ্যালয় পরিচালনায় পরিষদের সদস্য আব্দুস সালাম, আরিফুল আলম তসর, শেখ সাইদুল ইসলাম প্রবীন, সিনিয়র সহকারী শিক্ষক রাম মন্ডল, স্বপন কুমার বিশ্বাস ও সহকারী প্রধান শিক্ষক বিমল কুমার পাল প্রমুখ।
২০২২ সালে এসএসসি ও ভোকেশনালে যথাক্রমে ৩৫ ও ৩৪ মোট ৬৯ জন শিক্ষার্থী অংশ গ্রহন করবে।
বিদায় অনুষ্ঠান আলোচনার পর সেলিম খোন্দকার এর পরিচালনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থাপনায় খুলনা বিভাগের দলিয় জারি গানের দ্বিতীয় স্থান অধিকার কারী দের নিয়ে জারি গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের পরিচালনায় বিদায়ী শিক্ষার্থীদের উপহার বিতরণ করেন। পরে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের কে বরণ করে নেওয়া হয়।
প্রিন্ট