রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় রবিবার (২৯ মে) নিবন্ধন বিহীন ও নিবন্ধন নবায়ন বিহীন ক্লিনিক ও হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে পাংশা উপজেলা সড়কের পাশে অবস্থিত এনআর ক্লিনিক এবং শিল্পকলা মোড়ের পাশে মা, শিশু ও ডায়াবেটিস হাসপাতালের সিলগালাসহ ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা এছাড়া পাংশার মৈশালা এলাকাস্থ মইন চক্ষু ক্লিনিকে ৫ হাজার টাকা ও পাংশা উপজেলা সড়কের পাশে অবস্থিত মেডিল্যান্ড হাসপাতালে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
জানা যায়, পাংশার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে রবিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিবন্ধন বিহীন ও নিবন্ধন নবায়ন বিহীন ক্লিনিক ও হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুনঃ কলেজের পাঠদান বন্ধ রেখে আ’লীগ নেতাদের শুভেচ্ছাঃ ‘মহৎ’ কাজ বললেন উপাধ্যক্ষ
উল্লেখিত বেসরকারী ক্লিনিক ও হাসপাতাল ছাড়াও একাধিক ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়ে জনস্বার্থে সতর্কতামূলক দিক নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন।
অভিযানের সময় পাংশা হাসপাতালের আরএমও ডা. তরুন কুমার পাল, পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তৈয়বুর রহমান এবং পাংশা মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন।
আভিযানিক দলের একটি সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা ও দিক নির্দেশনা মোতাবেক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। নিয়ম নীতি বহির্ভূতভাবে পরিচালিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
প্রিন্ট