ফরিদপুরের বোয়ালমারীতে চোরাই গরুর মাংশ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। রোবাবার সকালে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা বাজারে এ চোরাই গরুর মাংশ বিক্রি করেন পরমেশ্বরদী গ্রামের বাসিন্দা কসাই কাবুল সরদার।
সূত্রে জানা জানা যায়, পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী গ্রামের বিধবা শুকুরন বেগম নামের এক মহিলার লাল রংয়ের ২ বছর বয়সী গরু শনিবার ২১ মে রাতে চুরি হয়। পরে বিধবা শুকুরন ও তার আত্মীয় স্বজনেরা গরু খুঁজতে বেড়িয়ে পড়েন।
এসময় রোববার সকালে কসাই কাবুল জয়পাশা বাজারে গরুর মাংশ বিক্রি করেন। গরুর মালিক ওই বিধবা মহিলা ও এলাকাবাসি কসাই কাবুল কে সন্দেহ করে কার গরু জিজ্ঞাসা করেন। পরে তিনি বলেন, গরুটি ইকতার নামে একজনের কাছ থেকে কিনেছেন এবং গরু বিক্রেতার বাড়ি একই গ্রামে। তখন ওই বিধবা মহিলা গরু বিক্রেতা ইকতারের বাড়িতে গেলে তিনি পালিয়ে যায়। পরে কসাই তড়িঘড়ি করে স্থান থেকে সটকে পড়ে।
আরও পড়ুনঃ বোয়ালমারীতে পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে
বিধবা মহিলার ভাই দবির হোসেন জানান, শনিবার গভীর রাতে তার বোন ঘুম থেকে উঠে গোয়ালঘর গেলে দেখতে পান গরু ঘরে নেই। তখন বোন কান্নাকাটি করে গরু তল্লাশি করতে বেড় হোন।
ডহরনগর ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক মনির হোসেন বলেন, গরু চুরির খবর পেয়ে জয়পাশা বাজারে গিয়ে কসাই কে পাওয়া যায়নি। সটিক প্রমানের মাধ্যমে আসামী শনাক্ত করে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রিন্ট