কুষ্টিয়ার খোকসায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক(অনূর্ধ্ব-১৭) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭)-২০২১ দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। শনিবার বেলা আড়াইটায় খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় খোকসা ইউনিয়ন পরিষদ বনাম জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের মধ্যে অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় খোকসা ইউনিয়ন পরিষদ ৩-০ গোলে জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদ কে পরাজিত করেন। দিনের দ্বিতীয় খেলায় গোগ্রাম ইউনিয়ন পরিষদ বনাম আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের মধ্যে অনুষ্ঠিত হয়। গোগ্রাম ইউনিয়ন পরিষদ ১-০ গোলে আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কে পরাজিত করে। উক্ত খেলায় মাঠে উপস্থিত হয়ে খেলা দেখেন খোকসা উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, খোকসা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আয়ের উদ্দিন, খোকসা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, গোপগ্রাম ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন, আমবাড়ীয়া ইউপি চেয়ারম্যান আকমল হোসেন, ক্রিয়া সংস্থার কোষাধক্ষ্য নুরুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু, বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জমির, খেলা ধারা বর্ণনায় ছিলেন শিক্ষক আবদুল বাশার প্রমুখ।
প্রিন্ট