ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকারের অভিযান চালিয়ে মোড়ক ব্যবস্থাপনা সঠিকভাবে না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও যথাযথভাবে পণ্য সরবরাহ না করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
রোববার (২৭ জুলাই) সকালে কুষ্টিয়া সদর উপজেলার গ্বোসামী দুর্গাপুর বাজারে এ অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর পরিচালিত অভিযানে ভোক্তার অধিকার লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. মাসুম আলী।
অভিযানে মেসার্স আজিজ স্টোরকে মোড়ক ব্যবস্থাপনা সঠিকভাবে না করা, মূল্য তালিকা প্রদর্শন না করা ও যথাযথভাবে পণ্য সরবরাহ না করার অপরাধে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট