আব্দুস সালাম তালুকদারঃ
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিমের আওতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ২০২২/২০২৩ সালের ৩৯ জন শ্রেষ্ঠ উপজেলা শিক্ষার্থীকে সম্মননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করে পুরষ্কৃত করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় ও উপজেলা প্রশাসন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুসহাক আলি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ মুঃ জহুর আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মেঃ আব্দুল মতিন।
এতে আরো উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের ট্রেনিং কোঅডিনেটর মোঃ শাহাদাত হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আসমা খাতুন, চৌডালা দাখিল মাদ্রাসার সভাপতি আল মুনসুর রহমান, রহনপুর পূর্ণভবা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোঃ ইমতিয়াজ মাসুদ, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, চৌডালা দাখিল মাদ্রাসার সুপার মোঃ একরামুল হক, অভিভাবক মোঃ রুহুল আমিন,শিক্ষার্থী মোসাঃ নিশাত আনজুম, মোঃ মনোয়ার হোসেন মুন্না ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।
আলোচনা সভা শেষে ৩৯জন শ্রেষ্ঠ উপজেলার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
প্রিন্ট