আনিসুর রহমানঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন স্কিম এর আওতায় জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসির ৩৯ জনকে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) প্রফেসর উমর ফারুক।
বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) মোঃ আলমাছ উদ্দিন, জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী, সহকারী জেলা শিক্ষা অফিসার সুভাষ কুমার মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃ দাঃ) মোঃ ওয়াজেদ আলী মৃধা ও উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি প্রভাষক আরিফুল ইসলাম তপু।
এছাড়াও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সালাহ্ উদ্দিন ডলারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের অধ্যক্ষ তৌহিদুল হক, অভিভাবক খন্দকার মখলেসুর রহমান এবং শিক্ষার্থী নুসরাত জাহান লিমা।
প্রিন্ট