ঢাকা , রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পৌরসভার সড়কে চাঁদা না দিলে প্রতিবন্ধীসহ চালকদেরকে প্রকাশ্যে মারধর Logo ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে হাঁড়ি পাতিল বিক্ষোভ Logo আলদাদপুরে উত্তেজনাঃ প্রশাসনের গাফিলতির প্রশ্ন উঠছে সর্বমহলে Logo হাতিয়ায় জোয়ারে ৪ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত, বিস্তীর্ণ জনপদ প্লাবিত Logo জার্মানির বন নগরীর প্রবাসীদের অধিকার আদায়ে সকলকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান Logo রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের রাজনীতিতে নতুন সমীকরণ Logo মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির অভিযোগে গ্রেফতার রঞ্জন রায়ের ফাঁসির দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ Logo নগরকান্দায় বাসের চাপায়  নারীর মৃত্যু বাস ভাংচুর Logo অধিকাংশ দলই ক্ষমতার রাজনীতি করছেঃ – এনডিবি চেয়ারম্যান মোমিন মেহেদী Logo দুবাইতে বাংলাদেশ প্রবাস ক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

পৌরসভার সড়কে চাঁদা না দিলে প্রতিবন্ধীসহ চালকদেরকে প্রকাশ্যে মারধর

মোঃ আলম মৃধাঃ

 

নরসিংদীর পৌরসভার বিভিন্ন সড়কে দাঁড়িয়ে প্রতিবন্ধীসহ বিভিন্ন চালকদের মারধর করে এবং যানবাহন থামিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করার কারণে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত (২৬ জুলাই) শনিবার নরসিংদী পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা শেষে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার- এএসপি (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেন শামীম নরসিংদীর সকল সড়ক ও মহাসড়ককে চাঁদাবাজি বন্ধের ঘোষণা করেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদীতে দীর্ঘদিন যাবত একটি মহল পৌরসভার টোলের নাম করে রাস্তায় চলাচলরত যানবাহন থামিয়ে অবৈধভাবে টাকা আদায় ও যাত্রীদের হয়রানি এবং বিভিন্ন যানজটের সৃষ্টিকরে আসছিল। পৌর প্রশাসনের পক্ষ থেকে শুধু নির্দিষ্ট টার্মিনাল হতে টোল আদায়ের জন্য ইজারা দেওয়া হলেও ইজারাদারের লোকেরা অবৈধভাবে সড়কে চলাচলরত যানবাহন থামিয়ে জোরপূর্বক টাকা আদায় করে।

 

একাধিক অটোরিকশা চালক জানান, তাদের কথামতো দাবিকৃত চাঁদা পরিশোধ না করলে চালকদেরকে প্রকাশ্য রাস্তায় মারধর করতেন তারা। জেলাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে এ বিষয়ে পদক্ষেপ নেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার- এএসপি (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেন শামীম।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন গাববাড়ি ধামশা এলাকা মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ ফোরকান উদ্দিন (৪৬) ও নরসিংদী জেলার রায়পুরা থানাধীন সায়েদাবাদ এলাকা মৃত আবু সিদ্দিকের ছেলে রবি মিয়া (২৬)। আসামিদের হেফাজত হতে আদায়কৃত চাঁদা ২,৮৪০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারের সময় আসামি ফোরকান ও রবি নরসিংদী পৌরসভার সংলগ্ন স্বাধীনতা চত্ত্বর এলাকার পাকা সড়কে দাঁড়িয়ে চলমান যানবাহন থামিয়ে চালকদের নিকট হতে জোরপূর্বক অর্থ আদায় করছিলেন।

 

এ বিষয়ে জানতে অভিযানের নেতৃত্বে থাকা নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আনোয়ার হোসেন শামীম বলেন, মাননীয় আইজিপি মহোদয় এবং নরসিংদীর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা ও নরসিংদীবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আমরা নরসিংদীকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ শুরু করেছি। এর অংশ হিসেবে সড়কে প্রকাশ্য চাঁদাবাজিরত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাজ করতে গেলে চাপ আসতেই পারে। আমরা কোনো চাপকে আমলে নিচ্ছি না। চাঁদাবাজ চক্র যত প্রভাবশালীই হোক, সম্মানিত জেলাবাসীর স্বার্থ নিশ্চিত করতে আমরা যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত রয়েছি।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পৌরসভার সড়কে চাঁদা না দিলে প্রতিবন্ধীসহ চালকদেরকে প্রকাশ্যে মারধর

error: Content is protected !!

পৌরসভার সড়কে চাঁদা না দিলে প্রতিবন্ধীসহ চালকদেরকে প্রকাশ্যে মারধর

আপডেট টাইম : ২০ মিনিট আগে
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :

মোঃ আলম মৃধাঃ

 

নরসিংদীর পৌরসভার বিভিন্ন সড়কে দাঁড়িয়ে প্রতিবন্ধীসহ বিভিন্ন চালকদের মারধর করে এবং যানবাহন থামিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করার কারণে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত (২৬ জুলাই) শনিবার নরসিংদী পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা শেষে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার- এএসপি (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেন শামীম নরসিংদীর সকল সড়ক ও মহাসড়ককে চাঁদাবাজি বন্ধের ঘোষণা করেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদীতে দীর্ঘদিন যাবত একটি মহল পৌরসভার টোলের নাম করে রাস্তায় চলাচলরত যানবাহন থামিয়ে অবৈধভাবে টাকা আদায় ও যাত্রীদের হয়রানি এবং বিভিন্ন যানজটের সৃষ্টিকরে আসছিল। পৌর প্রশাসনের পক্ষ থেকে শুধু নির্দিষ্ট টার্মিনাল হতে টোল আদায়ের জন্য ইজারা দেওয়া হলেও ইজারাদারের লোকেরা অবৈধভাবে সড়কে চলাচলরত যানবাহন থামিয়ে জোরপূর্বক টাকা আদায় করে।

 

একাধিক অটোরিকশা চালক জানান, তাদের কথামতো দাবিকৃত চাঁদা পরিশোধ না করলে চালকদেরকে প্রকাশ্য রাস্তায় মারধর করতেন তারা। জেলাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে এ বিষয়ে পদক্ষেপ নেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার- এএসপি (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেন শামীম।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন গাববাড়ি ধামশা এলাকা মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ ফোরকান উদ্দিন (৪৬) ও নরসিংদী জেলার রায়পুরা থানাধীন সায়েদাবাদ এলাকা মৃত আবু সিদ্দিকের ছেলে রবি মিয়া (২৬)। আসামিদের হেফাজত হতে আদায়কৃত চাঁদা ২,৮৪০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারের সময় আসামি ফোরকান ও রবি নরসিংদী পৌরসভার সংলগ্ন স্বাধীনতা চত্ত্বর এলাকার পাকা সড়কে দাঁড়িয়ে চলমান যানবাহন থামিয়ে চালকদের নিকট হতে জোরপূর্বক অর্থ আদায় করছিলেন।

 

এ বিষয়ে জানতে অভিযানের নেতৃত্বে থাকা নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আনোয়ার হোসেন শামীম বলেন, মাননীয় আইজিপি মহোদয় এবং নরসিংদীর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা ও নরসিংদীবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আমরা নরসিংদীকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ শুরু করেছি। এর অংশ হিসেবে সড়কে প্রকাশ্য চাঁদাবাজিরত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাজ করতে গেলে চাপ আসতেই পারে। আমরা কোনো চাপকে আমলে নিচ্ছি না। চাঁদাবাজ চক্র যত প্রভাবশালীই হোক, সম্মানিত জেলাবাসীর স্বার্থ নিশ্চিত করতে আমরা যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত রয়েছি।


প্রিন্ট