মোঃ আলম মৃধাঃ
নরসিংদীর পৌরসভার বিভিন্ন সড়কে দাঁড়িয়ে প্রতিবন্ধীসহ বিভিন্ন চালকদের মারধর করে এবং যানবাহন থামিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করার কারণে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত (২৬ জুলাই) শনিবার নরসিংদী পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা শেষে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার- এএসপি (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেন শামীম নরসিংদীর সকল সড়ক ও মহাসড়ককে চাঁদাবাজি বন্ধের ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদীতে দীর্ঘদিন যাবত একটি মহল পৌরসভার টোলের নাম করে রাস্তায় চলাচলরত যানবাহন থামিয়ে অবৈধভাবে টাকা আদায় ও যাত্রীদের হয়রানি এবং বিভিন্ন যানজটের সৃষ্টিকরে আসছিল। পৌর প্রশাসনের পক্ষ থেকে শুধু নির্দিষ্ট টার্মিনাল হতে টোল আদায়ের জন্য ইজারা দেওয়া হলেও ইজারাদারের লোকেরা অবৈধভাবে সড়কে চলাচলরত যানবাহন থামিয়ে জোরপূর্বক টাকা আদায় করে।
একাধিক অটোরিকশা চালক জানান, তাদের কথামতো দাবিকৃত চাঁদা পরিশোধ না করলে চালকদেরকে প্রকাশ্য রাস্তায় মারধর করতেন তারা। জেলাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে এ বিষয়ে পদক্ষেপ নেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার- এএসপি (সদর সার্কেল) মোঃ আনোয়ার হোসেন শামীম।
গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন গাববাড়ি ধামশা এলাকা মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ ফোরকান উদ্দিন (৪৬) ও নরসিংদী জেলার রায়পুরা থানাধীন সায়েদাবাদ এলাকা মৃত আবু সিদ্দিকের ছেলে রবি মিয়া (২৬)। আসামিদের হেফাজত হতে আদায়কৃত চাঁদা ২,৮৪০ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারের সময় আসামি ফোরকান ও রবি নরসিংদী পৌরসভার সংলগ্ন স্বাধীনতা চত্ত্বর এলাকার পাকা সড়কে দাঁড়িয়ে চলমান যানবাহন থামিয়ে চালকদের নিকট হতে জোরপূর্বক অর্থ আদায় করছিলেন।
এ বিষয়ে জানতে অভিযানের নেতৃত্বে থাকা নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আনোয়ার হোসেন শামীম বলেন, মাননীয় আইজিপি মহোদয় এবং নরসিংদীর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা ও নরসিংদীবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আমরা নরসিংদীকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ শুরু করেছি। এর অংশ হিসেবে সড়কে প্রকাশ্য চাঁদাবাজিরত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাজ করতে গেলে চাপ আসতেই পারে। আমরা কোনো চাপকে আমলে নিচ্ছি না। চাঁদাবাজ চক্র যত প্রভাবশালীই হোক, সম্মানিত জেলাবাসীর স্বার্থ নিশ্চিত করতে আমরা যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত রয়েছি।
প্রিন্ট