মোঃ নাঈম ইসলামঃ
রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর গ্রামের বাসিন্দা রঞ্জন রায় সম্প্রতি ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য পোস্ট করেন বলে অভিযোগ ওঠে। তার এই কর্মকাণ্ডে স্থানীয় মুসলিম জনতার মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার পরই তাকে গঙ্গাচড়া থানা পুলিশ গ্রেফতার করে।
এই ঘটনার প্রতিবাদে রোববার সকালে রংপুর আইডিয়াল ইনস্টিটিউট অব টেকনোলজি (RIIT)-এর সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভে বক্তারা বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি মুসলমানদের হৃদয়ে আঘাত। এই ঘৃণ্য কাজের জন্য রঞ্জন রায়ের দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি নিশ্চিত করতে হবে। এমন অপরাধ যেন আর কেউ করার সাহস না পায়।”
RIIT প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রতিষ্ঠানের মূল ফটক পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল হয়। শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীরা ব্যানার, পোস্টার হাতে বিক্ষোভে অংশ নেন। স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানান তারা।
প্রতিষ্ঠানের এক শিক্ষক বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের কাছে আমাদের আহ্বান—অতি দ্রুত রঞ্জন রায়ের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”
উল্লেখ্য, এ ঘটনার পর থেকেই এলাকার সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মুসলমানসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন রঞ্জন রায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছেন।
প্রিন্ট