বোরহানুজ্জামান আনিসঃ
ফরিদপুরের নগরকান্দায় বাস চাপায় রনি বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার বিকালে ফরিদপুর – জয়বাংলা আঞ্চলিক সড়কের কোদালিয়া শহীদনগর এলাকায় গণকবর স্মৃতি ফলকের নিকট এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু রনি বেগম উপজেলার কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের কোদালিয়া গ্রামের আবু শেখের স্ত্রী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে রনি বেগম মুকসুদপুর যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এমন সময় ফরিদপুর থেকে ছেড়ে আসা মুকসুদপুর গামী ফরিদপুর -ব ১১- ০০৭৭ নম্বরের বলাকা নামের একটি লোকাল বাস তাকে চাপা দেয়। ঘটনা স্থলেই সে মারা যায় ।
এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটিতে ব্যাপক ভাংচুর চালায়। এসময় নগরকান্দা – মুকসুদপুর সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে । বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।
প্রিন্ট