মোঃ নূর ই আলম (কাজী নূর)ঃ
যশোরের প্রথিতযশা একজন শিশুসাহিত্যিক কবি অরুণ বর্মন। পেশায় অধ্যাপক অরুণ বর্মন একাধারে একজন ছড়াকার, গল্পকার, প্রবন্ধকার, আলোচক এবং সঞ্চালক। ইতিপূর্বে ‘ক্যাপসুলের নেপচুন ভ্রমণ’ গ্রন্থের জন্য কিডস কারাভান প্রকাশনী কর্তৃক পান্ডুলিপি পুরস্কার অর্জন করে যশোরকে গর্বিত করেছিলেন শিশুসাহিত্যিক অরুণ বর্মন। ফের একই গ্রন্থের জন্য শিল্পপতি মুজিবুর রহমান- কিশোরবেলা সাহিত্য পুরস্কার ২০২৪ এর জন্য মনোনীত হয়েছেন তিনি। জানা গেছে সুবিধাজনক একটি সময়ে রাজধানী ঢাকায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ এ পুরস্কারটি তার হাতে তুলে দেওয়া হবে।
বিষয়টি নিশ্চিত করে কিশোরবেলা সম্পাদক অমিত বড়ুয়া ‘সময়ের প্রত্যাশা’কে বলেন, সম্প্রতি কিশোর সাহিত্যের উৎকর্ষধর্মী পত্রিকা কিশোরবেলা প্রবর্তিত শিল্পপতি মুজিবুর রহমান- কিশোরবেলা সাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণা করা হয়েছে। এ বছর পদ্য শাখায় যৌথভাবে পুরস্কারে জন্য মনোনীত হয়েছেন শিশুসাহিত্যিক রমজান মাহমুদ তার ‘আনন্দ বাগান’ কিশোর কাব্যগ্রন্থের জন্য ও শিশুসাহিত্যিক কানিজ ফাতিমা ‘চাঁদ ডুবেছে দিঘির জলে’ কিশোর কাব্যগ্রন্থের জন্য। আর গদ্য শাখায় শিশুসাহিত্যিক অরুণ বর্মন তার ‘ক্যাপসুলের নেপচুন ভ্রমণ’ গ্রন্থের জন্য মনোনীত হয়েছেন।
কিশোরবেলার উপদেষ্টা সম্পাদক কবি ও শিশুসাহিত্যিক রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সম্মানিত বিচারকদের প্রদত্ত নাম্বরের ভিত্তিতে সম্প্রতি এ পুরস্কার ঘোষণা করা হয়। সভায় উপস্থিত ছিলেন কিশোরবেলার উপদেষ্টা সম্পাদক কবি ও গল্পকার তহুরীন সবুর ডালিয়া, উপদেষ্টা সম্পাদক কবি ও শিশুসাহিত্যিক অরুণ শীল, কবি ও শিশুসাহিত্যিক আবুল কালাম বেলাল, কবি ও শিশুসাহিত্যিক আজিজ রাহমান, গল্পকার ইফতেখার মারুফ, কবি সাংবাদিক শুকলাল দাশ, তরুণ কথাসাহিত্যিক ও কিশোরবেলার সহকারী সম্পাদক রহমান রনি, চিত্রশিল্পী নাটু বিকাশ বড়ুয়া, কিশোরবেলা সম্পাদক অমিত বড়ুয়া প্রমুখ।
এদিকে শিশুসাহিত্যিক অরুণ বর্মণ পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় এক বিবৃতিতে কবি ও কিশোরবেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন বিদ্রোহী সাহিত্য পরিষদ- বিএসপি যশোর নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, সভাপতি আহমদ রাজু, সহ সভাপতি আমির হোসেন মিলন, নূরজাহান আরা নীতি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সহ সাধারণ সম্পাদক রবিউল হাসনাত সজল, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় নন্দী, প্রকাশনা সম্পাদক কাজী নূর, কোষাধ্যক্ষ আবুল হাসান তুহিন, অফিস সম্পাদক শরিফুল আলম, নির্বাহী সদস্য আবু দাউদ মোসলেহ উদ্দিন রতন, আহমেদ মাহবুব ফারুক, ভদ্রাবতী বিশ্বাস, আতিয়ার রহমান প্রমুখ।
প্রিন্ট