মো.ইকবাল হোসেনঃ
আলফাডাঙ্গা সদর বাজারের ২৫ বছর ধরে অত্যন্ত সুনামের সহিত ব্যবসা করছেন ইস্রাফিল মোল্যা। তিনি ধান ও চালের আড়তদার। এ বছর বণিক সমিতির নির্বাচনের তিনি সাধারণ সম্পাদক প্রার্থী হয়ে ব্যবাসায়ীদের দারে দারে ভোট ও সামর্থন প্রার্থনা করছেন। আগামী ১৪ আগস্ট বৃহস্পতিবার নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ত্রি-বার্ষিক এ নির্বাচনে ব্যবসায়ীদের সামর্থন নিয়ে আগামী তিন বছর সুখ ও দুঃখে তাদের পাশে থাকতে চায় ইস্রাফিল মোল্যা।
ইস্রাফিল মোল্যা (৪৩) আলফাডাঙ্গা পৌরসভার ৫ নং ওয়াডের ইচাপাশা গ্রামের মৃত রায়হান উদ্দিন মোল্যার ছেলে।
এ বিষয় কথা হয়ে ইস্রাফিল মোল্যার সাথে তিনি বলেন, বিগত ২৫ বছর ধরে অত্যান্ত সুনাম ও সততার সহিত আলফাডাঙ্গা বাজারে ব্যবসা করে আসচ্ছি। সবসময় ব্যবসায়ীদের সুখ ও দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। তবে সেবা করতে হলে অনেক ক্ষেত্রে পদপদবীর প্রয়োজন আছে।
আমি শুধু মাত্র সেবা করার জন্য সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি। যদি ব্যবসায়ীদের সামর্থন নিয়ে বিজয়ী হতে পারি তাহলে অনেক কাছ থেকে তাদের সুখ ও দুঃখে পাশে দাঁড়াতে পারবো। আমার বিশ্বাস ব্যবসায়ীরা আমাকে ফিরিয়ে দিবেন না। আগামী ১৪ আগস্ট বৃহস্পতিবার তাদের সামর্থন নিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে তাদের সেবা করতে চাই। এ জন্য তিনি সকল ব্যবসায়ীদের কাছে দোয়া ও সামর্থন আশা করেন।
তিনি আরও বলেন, বাজারে উন্নয়নমূলক অনেক কাজ বাকি আছে। ব্যবসায়ী ও সাধারণ মানুষের মতামত নিয়ে বাজার উন্নয়ন করতে হবে। আমি যদি বিজয়ী হতে পারি তাহলে বাজারের যে কোনো কাজে নিজে কোনো সিধান্ত নিবো না। বাজারের ব্যবসায়ীরা আছে তাদের সঙ্গে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে কাজ করতে চাই। চলতি মাসের ১৯ জুলাই শনিবার আমাদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কিছু ঝামেলা সৃষ্টি হলে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হস্তক্ষেপে নির্বাচনের তারিখ পিছিয়ে যায়। পরবর্তীতের নির্বাচন পরিচালনা কমিটি, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলোচনা করে আগামী ১৪ই আগস্ট বৃহস্পতিবার নির্বাচনের তারিখ নির্ধারণ করে দেন।
প্রিন্ট