মুজিব শতবর্ষে ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে ফরিদপুর জেলার ৯টি থানায় গৃহহীন ও হতদরিদ্র ৯টি পরিবার পাচ্ছে মাথা গোঁজার ঠাঁই। ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার লোকনাথ গ্রামের বাসিন্দা স্বামী পরিত্যক্তা জামিরন বেগম (৪৫) পেলেন মুজিব বর্ষ উপলক্ষে মাথা গোঁজার ঠাঁই।
জানা যায়, জামিরন বেগমের বিয়ের কয়েক বছর পর স্বামী আফসার শেখ তার খোঁজ খবর নেয়া বন্ধ করে দেন। গত বিশ বছর পৌরসভার লোকনাথ গ্রামে অবস্থিত ভাইদের বাড়ির বারান্দায় দুই মেয়েকে নিয়ে জীবনের অর্ধেকটা সময় কাটিয়েছেন। বোয়ালমারী থানায় স্টাফদের খাবার রান্না করে প্রাপ্ত সাড়ে তিন হাজার টাকায় কোনোমতে সংসার চলতো। শেষমেষ মুজিব বর্ষে পেলেন একটি ঘর।
এক প্রতিক্রিয়ায় জামিরন বেগম বলেন, ‘ঘর ছিল না। মাথা গোঁজার ঠাঁই ছিল না। এখন থাকার ভালো ব্যবস্থা হইছে। ঘর পেয়ে আমি খুব খুশি হইছি।’
প্রিন্ট