জাতীয় পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।আজ শনিবার বিকেলে শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ হায়দার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাউদ্দিন মিঠু, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও হাজী শরীয়তুল্লাহ বাজার বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জিহাদ খান, সহ-সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার বিশ্বাস জিৎ, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিঠু প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় ২৫০ জন পরিবারের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রিন্ট