জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিত নয় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিতে চাই এ দাবির মধ্য দিয়ে ফরিদপুরে সাধারণ শিক্ষার্থীদের এক মানববন্ধন আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন আগামী ৩১ জানুয়ারির মধ্যে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ না হলে তারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ সুযোগ পাবে না । এবং তাদের ক্যারিয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা সরকারের নিকট দাবী জানান স্বাস্থ্যবিধি মেনে হলেও তাদের পরীক্ষা টা যেন নেওয়া হয় ।
মানববন্ধনে শিক্ষার্থীবৃন্দ বলেন আমরা স্বাস্থ্য বিধি মেনেই পরীক্ষায় অবতীর্ণ হতে চাই এতে অন্তত যাই হোক আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে তারা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন রিজভী আহমেদ, নাঈম হোসেন , সাইমুন হোসেন, রিয়াজুল ইসলাম, রনি শেখ, নাসির খান প্রমূখ।
প্রিন্ট