ফরিদপুরে আল্লামা মামুনুল হকের মুক্তির দাবিতে ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিশ ও যুব মজলিশের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিশের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মুফতি আবু নাসির এর সভাপতিত্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শরাফৎ হোসেন,ফরিদপুর জেলা যুব মজলিশের সদস্য মুফতি আসাদ হোসেন,হাফেজ মাহমুদ উল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা আল্লামা মামুনুল হক সহ গ্রেপ্তারকৃত আলেম উলামাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় আন্দোলন সংগ্রামের মাধ্যমে গ্রেপ্তারকৃত আলেম উলামাদের মুক্ত করা হবে বলে হুশিয়ারী দেন।
প্রিন্ট