ফরিদপুরে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগ।আজ বৃহস্পতিবার সকালে শহরের অম্বিকা ময়দানে দুই শত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করে তারা।
২০ নং ওয়ার্ড কাউন্সিলর ও ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম জিন্নাহ, শহর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাহিদ উদ্দিন আহমেদ, ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শামসুল বারী শানু, শহর আওয়ামী লীগের সদস্য শ্যামল কর্মকার, ২০ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক তুষার দত্ত ।
নাগরিক কমিটির আহ্বায়ক জাহিদুর রহমান, রাকিবুর রহমান তিতু প্রমূখ।
এ সময় ২০ নাগরিক কমিটির ওয়ার্ড আওয়ামী লীগসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রিন্ট