ঢাকা , শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাগাতিপাড়ায় প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে প্রথমবারের মতো পালিত হয়ে গেলো হিন্দু ধর্মলম্বীদের বাসন্তী পূজা Logo রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯৮ ব্যাচের আয়োজনে ঈদ পূর্ণমিলনী Logo ফরিদপুরে হত্যা মামলায় পলাতক আসামিদের গ্রেফতার করেছে র‌্যাব-১০ Logo বাগাতিপাড়ায় ভাইস চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মোঃ সেলিম রেজা Logo শরীয়তপুর সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থীদের শীর্ষে উজ্জ্বল আকন্দ Logo বোয়ালমারীতে বীর মুক্তিযোদ্ধাকে প্রাণ নাশের হুমকি, থানায় অভিযোগ Logo ঈশ্বরদীতে ৪১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড Logo দৌলতপুরে সরকারী জলমহালের দখলদারদের হামলা ও গুলি, আহত ৬ Logo আলফাডাঙ্গায় ঘোড় দৌড়ে হাজারো মানুষ Logo সালথায় কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ডিবি পুলিশের অভিযানে অবৈধ অস্ত্র ও মাদকসহ আসামি গ্রেফতার

ফরিদপুর ডিবি পুলিশের অভিযানে  অস্ত্র ও মাদক দ্রব্য সহ আসামি গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয় এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
 সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন  অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ জামাল পাশা, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম এ সময় ফরিদপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয় জেলা গােয়েন্দা শাখা ফরিদপুর এর অভিযানে মঙ্গলবার  দুপুর ২টায় একটি সচল আগ্নেয়াস্ত্র (পিস্তল) ০৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ ০১ জন গ্রেফতার।
০৬ কেজি গাঁজা, ১০ বােতল ফেন্সিডিল ও নগদ ৫০ হাজার টাকা, একটি মােটর সাইকেল ও একটি বাটন মােবাইল উদ্ধারসহ ০১ জন গ্রেফতার।
সূত্রঃ কোতয়ালী থানার মামলা নং-৫৪ (জিআর-৫৪২০২২) তারিখ-১৮,০১,২০২২ মিঃ ধারা- আর্মস এ্যাক্ট ১৮৭৮ (সংশােধনী
২০০২) এর ১৯(A)(f)।
গত ইং-১৮,০১,২০২২ তারিখ ফরিদপুর জেলা গােয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মােঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ সােহেল রানা ও ডিবির একটি চৌকস টিম ভাজনডাঙ্গা সর্কিনস্থ গ্রেফতারকৃত আসামী ১। খায়রুজ্জামান ওরফে রিজবী শেখ (২১), পিতা-মৃত শেখ লিয়াকত হােসেন, মাতা-রাবেয়া খাতুন, সাং-ভাজনডাঙ্গা, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর এর বাড়িতে গােপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২-৩০ মিনিটে  সময় গ্রেফতার করেন।
আসামীর স্বীকারােক্তি ও দেখানাে মতে তার বসত ঘরের শয়নকক্ষের খাটের পশ্চিম পার্শ্বের তোষকের নিচ হতে ফায়ারিং পিন ও (ট্রেগার সংযুক্ত একটি পুরাতন ৭.৬৫ বিদেশী পিস্তল, ০৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেন। আসামীকে জিজ্ঞাসাবাদকালে জানায়
যে, তার আপন বড় ভাই পলাতক আসামী ২। শেখ ফজলে রাব্বি উক্ত আগ্নেয়াস্ত্র পিস্তলটি ব্যবহার করে এবং কয়েকদিন যাবৎ পিস্তলটি তার কাছে দিয়েছে মর্মে স্বীকার করে। উপস্থিত সাক্ষীদের সামনে বাদী এসআই/মোঃ সোহেল রানা। ঘটনাস্থলেই ২ টা ৫০  মিনিটের  সময় উদ্ধারপূর্বক অস্ত্রটি জব্দ করেন।
উক্ত বিষয়ে এসআই/মােঃ সোহেল রানা বাদী হয়ে, কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। পলাতক আসামী গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। পলাতক আসামী ফজলে রাব্বির বিরুদ্ধে একটি মারামারি মামলা রয়েছে।
সুত্র- কোতয়ালী থানার মামলা নং-৫৭।জিআর-(৫৭/২০২২) তারিখ-১৯,০১,২০২২ খিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণির ১৯(খ)/১৪(খ)/৪০।
গত ইং-১৮.০১.২০১২ খ্রিঃ তারিখ পৃথক আরেকটি অভিযানে ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মােঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে এসআই/আব্দুর রহিম মােল্লা ও ডিবির একটি চৌকস টিম কোতয়ালী থানাধীন দক্ষিণ কোমরপুর সার্কিনস্থ ধৃত আসামী মােঃ খােকন খান (৪০), পিতা-মােঃ আবু বক্কার ওরফে আবু খান, সাং-দক্ষিণ কোমরপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর এর বসত বাড়ীতে গােপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা করে রাত দশটায়  সময় আসামীকে গ্রেফতার করেন। আসামী খােকন খান এর দেওয়া তথ্য মতে তার বসত ভিটার পূর্ব পাশের শয়ন কক্ষের খাটের নিচ হতে কোল বালিশ সদৃশ দুটি গাঁজার বান্ডিল উদ্ধার করে। উক্ত বান্ডিল হতে মােট ৬ কেজি গাজা, ১০ বােতল ফেন্সিডিল, মাদক বিক্রির নগদ ৫০,০০০/- টাকা, একটি রেজিঃ বিহীন মােটর সাইকেল, মাদক পরিমাপের ডিজিটাল মেশিন, একটি বাটন মােবাইল ফোন উদ্ধার পূর্বক ১৮.০১.২০২২ খ্রিঃ তারিখ রাত ২২.৩০ ঘটিকায় সময় ‘জব্দ করা হয়।
আসামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত মর্মে স্বীকার করে। আসামী খােকনের বিরুদ্ধে একই ধরণের অপরাধে কোতয়ালী থানায় একটি মাদক মামলা ও একটি প্রতারণা মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। উক্ত বিষয়ে এসআই/আঃ রহিম মােল্যা বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা রায়ের করেন। মাদকের উৎস সম্পর্কে তদন্ত অব্যাহত আছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে প্রথমবারের মতো পালিত হয়ে গেলো হিন্দু ধর্মলম্বীদের বাসন্তী পূজা

error: Content is protected !!

ডিবি পুলিশের অভিযানে অবৈধ অস্ত্র ও মাদকসহ আসামি গ্রেফতার

আপডেট টাইম : ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
ফরিদপুর ডিবি পুলিশের অভিযানে  অস্ত্র ও মাদক দ্রব্য সহ আসামি গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয় এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
 সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন  অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ জামাল পাশা, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম এ সময় ফরিদপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয় জেলা গােয়েন্দা শাখা ফরিদপুর এর অভিযানে মঙ্গলবার  দুপুর ২টায় একটি সচল আগ্নেয়াস্ত্র (পিস্তল) ০৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ ০১ জন গ্রেফতার।
০৬ কেজি গাঁজা, ১০ বােতল ফেন্সিডিল ও নগদ ৫০ হাজার টাকা, একটি মােটর সাইকেল ও একটি বাটন মােবাইল উদ্ধারসহ ০১ জন গ্রেফতার।
সূত্রঃ কোতয়ালী থানার মামলা নং-৫৪ (জিআর-৫৪২০২২) তারিখ-১৮,০১,২০২২ মিঃ ধারা- আর্মস এ্যাক্ট ১৮৭৮ (সংশােধনী
২০০২) এর ১৯(A)(f)।
গত ইং-১৮,০১,২০২২ তারিখ ফরিদপুর জেলা গােয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মােঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ সােহেল রানা ও ডিবির একটি চৌকস টিম ভাজনডাঙ্গা সর্কিনস্থ গ্রেফতারকৃত আসামী ১। খায়রুজ্জামান ওরফে রিজবী শেখ (২১), পিতা-মৃত শেখ লিয়াকত হােসেন, মাতা-রাবেয়া খাতুন, সাং-ভাজনডাঙ্গা, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর এর বাড়িতে গােপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২-৩০ মিনিটে  সময় গ্রেফতার করেন।
আসামীর স্বীকারােক্তি ও দেখানাে মতে তার বসত ঘরের শয়নকক্ষের খাটের পশ্চিম পার্শ্বের তোষকের নিচ হতে ফায়ারিং পিন ও (ট্রেগার সংযুক্ত একটি পুরাতন ৭.৬৫ বিদেশী পিস্তল, ০৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেন। আসামীকে জিজ্ঞাসাবাদকালে জানায়
যে, তার আপন বড় ভাই পলাতক আসামী ২। শেখ ফজলে রাব্বি উক্ত আগ্নেয়াস্ত্র পিস্তলটি ব্যবহার করে এবং কয়েকদিন যাবৎ পিস্তলটি তার কাছে দিয়েছে মর্মে স্বীকার করে। উপস্থিত সাক্ষীদের সামনে বাদী এসআই/মোঃ সোহেল রানা। ঘটনাস্থলেই ২ টা ৫০  মিনিটের  সময় উদ্ধারপূর্বক অস্ত্রটি জব্দ করেন।
উক্ত বিষয়ে এসআই/মােঃ সোহেল রানা বাদী হয়ে, কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। পলাতক আসামী গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে। পলাতক আসামী ফজলে রাব্বির বিরুদ্ধে একটি মারামারি মামলা রয়েছে।
সুত্র- কোতয়ালী থানার মামলা নং-৫৭।জিআর-(৫৭/২০২২) তারিখ-১৯,০১,২০২২ খিঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণির ১৯(খ)/১৪(খ)/৪০।
গত ইং-১৮.০১.২০১২ খ্রিঃ তারিখ পৃথক আরেকটি অভিযানে ফরিদপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মােঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে এসআই/আব্দুর রহিম মােল্লা ও ডিবির একটি চৌকস টিম কোতয়ালী থানাধীন দক্ষিণ কোমরপুর সার্কিনস্থ ধৃত আসামী মােঃ খােকন খান (৪০), পিতা-মােঃ আবু বক্কার ওরফে আবু খান, সাং-দক্ষিণ কোমরপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর এর বসত বাড়ীতে গােপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা করে রাত দশটায়  সময় আসামীকে গ্রেফতার করেন। আসামী খােকন খান এর দেওয়া তথ্য মতে তার বসত ভিটার পূর্ব পাশের শয়ন কক্ষের খাটের নিচ হতে কোল বালিশ সদৃশ দুটি গাঁজার বান্ডিল উদ্ধার করে। উক্ত বান্ডিল হতে মােট ৬ কেজি গাজা, ১০ বােতল ফেন্সিডিল, মাদক বিক্রির নগদ ৫০,০০০/- টাকা, একটি রেজিঃ বিহীন মােটর সাইকেল, মাদক পরিমাপের ডিজিটাল মেশিন, একটি বাটন মােবাইল ফোন উদ্ধার পূর্বক ১৮.০১.২০২২ খ্রিঃ তারিখ রাত ২২.৩০ ঘটিকায় সময় ‘জব্দ করা হয়।
আসামী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত মর্মে স্বীকার করে। আসামী খােকনের বিরুদ্ধে একই ধরণের অপরাধে কোতয়ালী থানায় একটি মাদক মামলা ও একটি প্রতারণা মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। উক্ত বিষয়ে এসআই/আঃ রহিম মােল্যা বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা রায়ের করেন। মাদকের উৎস সম্পর্কে তদন্ত অব্যাহত আছে।