ফরিদপুরের নগরকান্দায় পূর্বশত্রুতার জের ধরে কুপিয়ে তৌহিদ মোল্যা (৫০) নামের এক ব্যক্তির হাত ও পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। তৌহিদ মোল্যা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের আটকাহনিয়া গ্রামের আজিত মোল্যার ছেলে। সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় আটকাহনিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, আটকাহনিয়া গ্রামের মৃত আউয়াল মোল্যার ছেলে আমির হোসেন মোল্যা, তমিজউদ্দিন মোল্যার ছেলে বাদল মোল্যা, সাইফুদ্দিন মোল্যা, তারা মোল্যার ছেলে আহাদ মোল্যা, হারুন মোল্যার ছেলে সোহাগ মোল্যাসহ কয়েকজন দেশীয় অস্ত্র চাপাটি, ছোড়া, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে একই গ্রামের আজিত মোল্যার ছেলে তৌহিদ মোল্যার ওপর হামলা চালায়। তৌহিদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি কুপিয়ে মারাত্মক আহত করে। এসময় তৌহিদের হাত ও পায়ের রগ কেটে দেয় প্র্রতিপক্ষরা। আশঙ্কাজনক অবস্থায় তৌহিদকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তিকরা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
তৌহিদ মোল্যার ভাই বাচ্চু মোল্যা বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমার ভাই নগরকান্দা বাজার থেকে বাড়ীতে ফেরার পথে আটকাহনিয়া ঈদগাহ মাঠের পাশে পৌছালে পরিকল্পিত ভাবে আমার ভাইয়ের উপর হামলা করে এলোপাথারী কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় ওরা আমার ভাইয়ের হাত ও পায়ের রগ কেটে দেয়।
এ ঘটনায় আহত তৌহিদ মোল্যার ভাই বাচ্চু মোল্যা বাদী হয়ে, মঙ্গলবার বেলা ১২টার দিকে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নগরকান্দা থানার এসআই পিজুষ কান্তী দে বলেন, মঙ্গলবার বেলা ১২টার দিকে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রিন্ট